সম্প্রতি নিজেকে নিয়ে এক অদ্ভুদ দাবি করল লালফৌজ। চীন সরকারকে নিজেকে ‘বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র’ বলে দাবি করল। এই কমিউনিস্ট দেশের এই স্বঘোষিত দাবিকে রীতিমতো অবাক বিশ্ব।শুক্রবারে আমেরিকার তরফে ‘সামিট ফর ডেমোক্রেসি’ নামক একটি বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে ভারতকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু, এই আমন্ত্রিতদের তালিকায় নেই চীন, রাশিয়া, মায়ানমার, তুরস্ক, সৌদি আরব, আরব আমিরশাহীর মতো দেশ। এমনকি, এই বৈঠকে তাইওয়ানও আমন্ত্রণ পায়, কিন্তু চীন আমন্ত্রণ না পাওয়ায় পাল্টা জবাব দিতে মরিয়া হয়ে উঠল চীন সরকার। ৯-১০ তারিখে আয়োজিত ওই ভার্চুয়াল বৈঠকের আগেই চীন সরকারের তরফে একটি শ্বেতপত্র প্রকাশ করার মাধ্যমে দাবি করা হয়েছিল যে, চীন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ।এরপরেই, চীন বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি পেশ করা হয়। বিবৃতিটি পেশ করেন চীনা মুখপাত্র চিনা মুখপাত্র ওয়াং ওয়েনবিন। তিনি দাবি করেন, গণতন্ত্র কোনও কৌশলগত হাতিয়ার নয়, এটি মানবিক মূল্যবোধ। চলতি সপ্তাহের মার্কিন গণতন্ত্র সম্মেলন আসলে আমেরিকার আধিপত্যকে বাঁচিয়ে রাখার প্রয়াস। এবং এটাই সবচেয়ে বড় অগণতান্ত্রিক পদক্ষেপ”।
2021-12-15