সংখ্যালঘু হিন্দু মেয়েদের জোর জবরদস্তি ধর্মান্তকরণ করা হচ্ছে। বারেবারে এমনই অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস সিন্ধু প্রদেশের বিভিন্ন শহরে ধর্মান্তকরণের প্রতিবাদ মিছিল করলেন সেই দেশের বিভিন্ন সম্প্রদায়ের সংখ্যালঘুরা। শুক্রবার খ্রিস্টান সম্প্রদায়ের বেশ কিছু মানুষ হায়দ্রাবাদ শহরের প্রেসক্লাবের সামনে বিক্ষোভ দেখান, এই বিষয়টিকে কেন্দ্র করে।এছাড়াও তারা পোস্ট ফোর্সড কনজারভেশন বিল প্রত্যাহার সহ অন্যান্য ইস্যুতেও বিক্ষোভ মিছিল করেন। তাদের প্রতিবাদ মিছিলে রাফা প্রেয়ার মিনিস্ট্রি ইন্টারন্যাশনালে সদস্যরাও শামিল হন। বিক্ষোভ মিছিল থেকে দাবি ওঠে, বছরের পর বছর অকারণে জেলে বন্দি থাকা সিন্ধি জাতীয়তাবাদী নেতাদের দ্রুত মুক্তি দিতে হবে। তাদের আরও অভিযোগ, বহু সিন্ধি নেতা ও বুদ্ধিজীবীদের তুলে নিয়ে গিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা। তাদের মধ্যে অনেকে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আবার কেউ কেউ এখনও পর্যন্ত জেলে বন্দি রয়েছেন।অন্যদিকে, জাকোবাবাদের সংখ্যালঘুদের একটি প্রতিবাদ মিছিল বের হয় জোরপূর্বক ধর্মান্তকরণের বিরুদ্ধে। ওখানকার স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। অভিযোগ উঠেছে, জোরপূর্বক ধর্মান্তকরণের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে জাকোবাবাদ ও আশেপাশের এলাকায়। সম্প্রতি পাকিস্তানে এক গণমাধ্যম ডন জানিয়েছে, সেখানকার হিন্দু বালক-বালিকাদের মধ্যে ভালোবাসা হয়। এরপর তাদের জোর করে ধর্মান্তকরণ করা হয়। শুক্রবারও এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিন্ধু প্রদেশের সংখ্যালঘু হিন্দুরা তীব্র প্রতিবাদ জানিয়েছে।
2021-12-15