তবলিঘি জামাতকে নিষিদ্ধ করল সৌদি আরব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ কথা জানিয়েছেন সে দেশের ইসলামিক অ্যাফেয়ার্স দফতরের মন্ত্রী ডাঃ আব্দুল লতিফ আল শেখ। বলা হয়েছে, তবলিঘি জামাত হল সন্ত্রাসবাদের প্রবেশ পথ। তাই সাধারণ সৌদিবাসীকে এদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সৌদি সরকার।
করোনার প্রথম ঢেউয়ের সময়ে দিল্লিতে তবলিঘি জামাত নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। অভিযোগ ছিল বিদেশ থেকে আসা তবলিঘি জামাতের সদস্যরা দিল্লির নিজামুদ্দিন মারকাজ থেকে করোনা ছড়িয়েছেন। এবার সেই তবলিঘি জামাতকে নিষিদ্ধ করল সৌদি। তবলিঘি জামাতের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে দাওয়া নামে একটি সংগঠনকেও।
শুক্রবার জুম্মার নামাজে তবলিঘি জামাত নিয়ে মানুষকে সতর্ক করে দিতে মসজিদের ইমামদের নির্দেশ দিয়েছেন ইসলামিক অ্যাফেয়ার্স দফতরের মন্ত্রী। তিনি বলেছেন, ‘এটি হল সন্ত্রাসবাদের একটি প্রবেশ পথ। জঙ্গি হওয়ার প্রথম ধাপ। এদের বিপদ সম্পর্কে মানুষকে বোঝান। এদের ভুলগুলি তুলে ধরুন’। এরা কীভাবে সমাজের ক্ষতি করছে তাও মসজিদের ইমামদের বলতে বলা হয়েছে।
তবলিঘি জামাত ও দাওয়া দুটোই সুন্নি মুসলিমদের সংগঠন। অন্যদিকে, সৌদি আরবের অধিকাংশ মানুষ আহলে হাদিস মতাদর্শের অনুসারী। দুই পক্ষই ইসলামের অনুশীলন আরও বেশি শুদ্ধ করার পক্ষপাতী হলেও দুই শিবিরের মধ্যে একটা সংঘাত রয়েছে। এর মধ্যেই তবলিঘি জামাত ও দাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করল সৌদি। অবশ্য এই নিয়ে সেখানে কোনও গণ্ডগোলের খবর মেলেনি।