কলকাতা পুরসভা ভোটের আগে সন্দেহজনকভাবে ধরা পড়ল এক যুবক। সেই যুবককে এক কোটি টাকা সহ ধরেছে পুলিশ। ঠিক কি কারণে ওই যুবক নিজ যাতে টাকা নিয়ে ঘোরাফেরা করছিল, তা এখনও জানা যায়নি। আপাতত জানা গেছে যে, ওই যুবককে আদালতে তোলা হবে।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে অ্যাসেম্বলি অফ গড চার্জ চত্বরে। গোপন সূত্রে এসটিএফ তথা স্পেশাল পুলিশ ফোর্স খবর পায় এবং ঐ এলাকায় হানা দেয়। সেখানেই এসটিএফ-এর নজরে পড়ে সন্দেহভাজন ওই যুবক। সন্দেহভাজন যুবকটিকে জিজ্ঞাসাবাদ করার পরে সঙ্গে থাকা ব্যাগটিতে তল্লাশি শুরু করে এসটিএফ।
তল্লাশির পরেই যুবকটির ব্যাগটি থেকে এক কোটি টাকা উদ্ধার হয়। ঠিক কি কারণে তাঁর কাছে এত টাকা তা জিজ্ঞাসা করার পরেও ঠিকমতো উত্তর পাওয়া যায়নি যুবকের পক্ষ থেকে। এরপরেই, পুলিশ ওই যুবকটিকে গ্রেফতার করে। যুবকটি পুরভোট উপলক্ষে ওই টাকা নিয়ে কলকাতায় পা দিয়েছিল কিনা, নাকি এর পিছনে হাওয়ালা গ্যাং-এর হাত রয়েছে তা জানতেই ধৃতকে দফায় দফায় জেরা চলছে বলে জানা গেছে।