Netflix-এর বিভিন্ন প্যাকেজের কমল। এবার আগের তুলনায় অনেক সস্তায় দেখতে পাবেন ওয়েব সিরিজ ও সিনেমা।
কেন কমল?
বিভিন্ন ওয়েব সিরিজের মূল দর্শক অল্পবয়সিরা। অন্যান্য OTT-র তুলনায় ভারতে নেটফ্লিক্সের খরচ কিছুটা বেশি। ফলে Amazon Prime এবং Disney+Hotstar-এর দিকেই ঝোঁকেন অনেকে। তাই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এবং পাইরেসি কমাতে প্ল্যানের দাম কমাল নেটফ্লিক্স।
কতটা কমল?
অভাবনীয় হারেই কমানো হয়েছে প্ল্যানের দাম। দেখে নিন এক নজরে।
প্ল্যান | আগের দাম | এখন দাম |
মোবাইল অনলি | ১৯৯ টাকা | ১৪৯ টাকা |
বেসিক | ৪৯৯ টাকা | ১৯৯ টাকা |
স্ট্যান্ডার্ড | ৬৪৯ টাকা | ৪৯৯ টাকা |
প্রিমিয়াম | ৭৯৯ টাকা | ৬৪৯ টাকা |
প্রসঙ্গত, ১৩ ডিসেম্বর থেকে বেড়ে গিয়েছে অ্যামাজন প্রাইম মেম্বারশিপের দাম। আমাজন প্রাইমের অফিসিয়াল সাইটে ইতিমধ্যেই নতুন দামের তালিকা প্রকাশ করা হয়েছে। ৯৯৯ টাকার মেম্বারশিপ বেড়ে হয়েছে ১৪৯৯ টাকা। একবছরের সাবস্ক্রিপশনের জন্য খরচ করতে হবে আগের তুলনায় ৫০০ টাকা বেশি।
এতদিন দামের কারণে অনেকে ইচ্ছা থাকলেও নেটফ্লিক্স সাবস্ক্রাইব করতে পারতেন না। এবার সেই বৈষম্য দূর হল। আগামিদিনে কোন OTT প্ল্যাটফর্ম বেশি দর্শক টানতে পারে, এখন সেটাই দেখার।