নানা টানাপোড়েনের পর অবশেষে মিলল ছাড়পত্র। চারধাম প্রকল্পের সঙ্গে সংযুক্তকারী রাস্তাগুলি চওড়া করার পরিকল্পনায় সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রককে এব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, সূর্যকান্ত ও বিক্রম নাথের বেঞ্চ মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের যুক্তি কার্যত মেনে নিয়েছে। সীমান্তের সুরক্ষার কথা মাথায় রেখেই রাস্তা চওড়া করার অনুমোদন চেয়েছিল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক। আদালত জানিয়েছে, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের এই আবেদনের মধ্যে কোনও সমস্যা নেই। কীভাবে সশস্ত্র বাহিনীকে পরিচালনা করবে সেটা প্রতিরক্ষামন্ত্রকের উপর বিশেষভাবে কর্তৃত্ব দেওয়া রয়েছে। আদালত বিচার ব্য়বস্থার বিষয়টি দেখতে পারে, কিন্তু কোথায় সেনাবাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে এটা অনুমান করতে পারবে না।ট্রেন্ডিং স্টোরিজ
পাশাপাশি সরকারের পলিসি নিয়েও আদালত কোনও প্রশ্ন তুলবে না। আদালত জানিয়েছে তিনটি স্ট্র্যাটেজিক হাইওয়েকে ডবল লেন করার ব্যাপারে প্রতিরক্ষামন্ত্রকের পরিকল্পনায় অনুমোদন দেওয়া হচ্ছে। এদিকে রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে পরিবেশের ক্ষতি করা হচ্ছে বলে আদালতে নালিশ জানিয়েছিল একাধিক পরিবেশপ্রেমী সংগঠন। তবে সেই প্রসঙ্গে পরিবেশ রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়েছে আদালত। সেক্ষেত্রে আদালত জানিয়েছে, কিছু ক্ষেত্রে পরিবেশের ক্ষতি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সমাধানসূত্র বের করতে হবে। পরিবেশ রক্ষার ক্ষেত্রে হাই পাওয়ার কমিটির সুপারিশ মেনে চলতে হবে। পরিষ্কার জানিয়ে দিয়েছে আদালত। তবে আদালত সূত্রে খবর, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে সিকরি এই প্রকল্পের উপর নজর রাখবেন। কোনও অন্যথা হলেই তিনি সরাসরি আদালতকে জানাবেন।