উত্তরপ্রদেশ নির্বাচনের আগে ডবল ইঞ্জিনে জোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কুশীনগর বিমানবন্দর, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর আজকে সরয়ূ খাল জাতীয় প্রকল্পের উদ্বোধন করলেন মোদী। ৬৬২৩ কিলোমিটার দীর্ঘ এই খাল প্রায় ১৫ লক্ষ হেক্টর জমিতে জল সরবরাহ নিশ্চিত করবে। এর ফলে লাভবান হবেন ২৯ লক্ষ কৃষক। আর এই প্রকল্প উদ্বোধন করেই বিরোধী সমাজবাদী পার্টি ও কংগ্রেসকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘প্রায় ৫০ বছর আগে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল এবং আজ এর কাজ শেষ হয়েছে। যখন এই প্রকল্পের কাজ শুরু হয় তখন এর খরচের জন্য বরাদ্দ ছিল ১০০ কোটি টাকারও কম। আজ প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ করে এই প্রকল্প শেষ হয়েছে। আগের সরকারগুলোর অবহেলার খেসারত দিতে হয়েছে দেশকে। দেশের কৃষকরা জলের অভাব অনুভব করবেন না। সরয়ূ প্রকল্পে কৃষকরা লাভবান হবে।’ ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে পূর্বতন সমাজবাদী পার্টির সরকারকে তোপ দেগে মোদী এদিন বলেন, ‘আগের সরকারগুলি মাফিয়াদের সুরক্ষা দিত, বাহুবলীদের উত্সাহিত করত এবং জমি বেআইনি দখলে রাখত। কিন্তু আজ যোগীর সরকার মাফিয়াদের পরিষ্কার করতে; দরিদ্র, নিম্নবিত্ত, পিছিয়ে পড়া এবং উপজাতীয় সকলের ক্ষমতায়নে নিযুক্ত রয়েছে।’
এদিকে কুন্নুর কপ্টার ক্র্যাশে আহত বায়ুসেনা আধিকারিকের সুস্থতা কামনা করে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘উত্তরপ্রদেশের ছেলে দেওরিয়ার বাসিন্দা গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের জীবন বাঁচাতে কঠোর পরিশ্রম করছেন চিকিৎসকরা। আমি মা পাটেশ্বরীর কাছে তার জীবন রক্ষা করার জন্য প্রার্থনা করি। জাতি আজ বরুণ সিং জির পরিবারের সঙ্গে, আমরা হারিয়েছি সেই বীরদের পরিবারের সঙ্গে।’
এদিকে যোগী আদিত্যনাথ বলেন, ‘উত্তপ্রদেশে ঘোষিত ১৮টি প্রকল্পের মধ্যে ১৭টি সম্পন্ন হয়েছে। এর ফলে উত্তরপ্রদেশের ৯টি জেলার প্রায় ১৫ লক্ষ হেক্টর জমি এখন সেচের উপায় খুঁজে পেয়েছে, যাতে কৃষকদের আয় দ্বিগুণ করা সম্ভব হবে।’ যোগী আরও বলেন, ‘আমরা ৭ ডিসেম্বর ১০ হাজার কোটি টাকার প্রকল্প চালু করেছি এবং সিদ্ধার্থনগরে ৯টি মেডিকেল কলেজ এবং কুশিনগরে ১টি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছি। সরয়ূ নাহার জাতীয় প্রকল্প ১৯৭২ সালে অনুমোদিত হয়েছিল। সেই বছর আমার জন্ম হয়েছিল। আমি বড় হয়েছি কিন্তু এটির কাজ সম্পূর্ণ হয়নি।’