তবে কি মিথ্যা বলছেন সৌরভ? BCCI সভাপতির মন্তব্যের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ কোহলির ছেলেবেলার কোচের

বিরাট কোহলিকে টিম ইন্ডিয়ার ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে ছেঁটে ফেলায় হতাশ রাজকুমার শর্মা। কোহলির ছেলেবেলার কোচ খুশি নন বিসিসিআই তথা জাতীয় নির্বাচকদের সিদ্ধান্তে। এমনকি কোহলির ক্যাপ্টেন্সি নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিবৃতির সত্যতা নিয়েও সংশয় প্রকাশ করলেন শর্মা।

কোহলির কোচের দাবি, বিসিসিআই ও জাতীয় নির্বাচকদের উচিত ছিল তখনই নিজেদের অবস্থান স্পষ্ট করে দেওয়া, যখন বিরাট টি-২০’র নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। শর্মা এও জানান যে, ওয়ান ডে’র নেতৃত্ব থেকে ছেঁটে ফেলার পর কোহলির সঙ্গে তাঁর কথা হয়নি। কেননা বিরাটের ফোন বন্ধ রয়েছে। তবে তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন যে, বোর্ডের সিদ্ধান্তে বিরাট মোটেও খুশি নন।ট্রেন্ডিং স্টোরিজ

খেলনীতি পডকাস্টে রাজকুমার শর্মা বলেন, ‘আমি এখনও কোহলির সঙ্গে কথা বলিনি। কোনও কারণে ওর ফোন বন্ধ রয়েছে। তবে আমার ব্যক্তিগত ধারণা, বিরাট শুধুমাত্র টি-২০ ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছিল। নির্বাচকদের উচিত ছিল ওকে সাদা বলের ক্রিকেটের উভয় ফর্ম্যাট থেকে পদত্যাগ করতে বলা অথবা পদত্যাগ করতে বারণ করা।’

রাজকুমার শর্মাকে অখুশি দেখায় কোহলির নেতৃত্ব নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিবৃতি নিয়েও। সৌরভ সম্প্রতি জানিয়েছেন যে, কোহলিকে তাঁরা টি-২০ ক্যাপ্টেন্সি না ছাড়ার অনুরোধ জানিয়েছিলেন। তবে কথা শোনেননি বিরাট।

এপ্রসঙ্গে শর্মা বলেন, ‘আমি সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য পড়েছি যে, বিশ্বকাপের আগে ওরা কোহলিকে টি-২০ ক্যাপ্টেন্সি থেকে পদত্যাগ করতে বারণ করেছিল। তবে তেমন কিছু হয়েছে বলে আমি মনে করতে পারছি না। তাই এমন বিবৃতি আমাকে অবাক করেছে। এই নিয়ে চারিদিকে নানা মতামত ঘুরে বেড়াচ্ছে।’

নির্বাচকদের সমালোচনা করে কোহলির কোচ বলেন, ‘নির্বাচক কমিটি তাদের এমন সিদ্ধান্তের জন্য কোনও কারণ জানায়নি। আমরা জানি না যে, ম্যানেজমেন্ট, বিসিসিআই বা নির্বাচক কমিটি ঠিক কী চাইছে। কোথাও কোনও স্বচ্ছতা নেই। যা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক। ও অত্যন্ত সফল ওয়ান ডে ক্যাপ্টেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.