চপার দুর্ঘটনায় সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত-এর অকাল প্রয়াণে গোটা দেশবাসী যখন শোকস্তব্ধ, সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় দেশের প্রথম সেনা সর্বাধিনায়কের মৃত্যুর সংবাদ হাসির ইমোজি রিয়াক্ট দিল জম্মু-কাশ্মীরের এক মহিলা ব্যাঙ্ক কর্মচারী। জানা গিয়েছে, ওই মহিলা ব্যাঙ্ক কর্মচারীর এহেন আচরণের জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে।
শুক্রবার জম্মু-কাশ্মীরের ব্যাঙ্কের মানব সম্পদ বিভাগ জানায়, দেশের সেনা সর্বাধিনায়কের মৃত্যুর সংবাদে ওই মহিলা কর্মচারী অনুপযুক্ত পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। সেই কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে আরও জানানো হয়েছে, ওই মহিলার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত করা হবে। ব্যাঙ্কের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ব্যাঙ্কে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা নিয়ে যে সকল নিয়মাবলী রয়েছে, ওই মহিলা সেটি লঙ্ঘন করেছে। সেই কারণে বরখাস্ত করা হয়েছে তাকে।
ব্যাঙ্কে নিয়মিত সোশ্যাল মিডিয়ার ব্যবহার করা নিয়ে সকল কর্মীদের সতর্ক করতে মাঝেমধ্যেই নির্দেশিকা জারি করা হয়। কিন্তু ওই মহিলা কর্মচারী ওই নির্দেশিকা অমান্য করেছে। সেই কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই মহিলা ব্যাঙ্ক কর্মচারীর নাম আফরিন নাকাস।