চলতি কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ ভারোত্তলন থেকে ফের একটি সোনা জিততে সক্ষম হল ভারত। সঙ্কেতের পর এবার ভারতকে সোনা এনে দিলেন জেরেমি লালরিননুঙ্গা। উল্লেখ্য ২০১৮ সালের বিশ্ব জুনিয়র অলিম্পিকে সোনা জিতেছিলেন জেরেমি।ট্রেন্ডিং স্টোরিজ
এদিন তিনি মোট ৩০৫ কেজি ওজন তুলে বাজিমাত করেছেন। স্ন্যাচে তুলেছেন ১৪১ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে তুলেছেন ১৬৪ কেজি ওজন। এভাবেই মোট ৩০৫ কেজি ওজন তুলে তাসখন্দে চলতি কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ ভারোত্তলনের ৬৭ কেজি বিভাগে সোনা জিতেছেন জেরেমি।
উল্লেখ্য জেরেমির ব্যক্তিগত সেরা পারফরম্যান্স ৩০৬ কেজি (১৪০+১৬৬)। অর্থাৎ নিজের সেরা পারফরম্যান্স থেকে মাত্র ১ কেজি কম তুলে সোনা জিতেছেন তিনি।
উল্লেখ্য ১৯ বছর বয়সী জেরেমি স্ন্যাচে ১৪১ কেজি তুলে জাতীয় রেকর্ডও গড়েন। মিজোরামের এই নবীন প্রতিভা স্ন্যাচের পর চতুর্থ স্থানে ছিলেন। অন্যদিকে প্রতিযোগিতায় এদিন ৬১ কেজি বিভাগে ভারতের হয়ে রুপো জেতেন গুরু রাজা। উল্লেখ্য ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্টটি।