গণতন্ত্রের খোঁজ করছে হংকং। গণতন্ত্র চায় হংকং এর যুব সমাজ। ১৯৯৭ সাল থেকে চীনের নিকট হংকং এর গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল। তার অবসানের জন্য প্রযুক্তি, আধুনিকতা ও ছুটির ডেসটিনি হংকং এ এখন কেবল বিপ্লবের শব্দ।
ঘটনার সূত্রপাত হয় জুন মাস থেকে। হংকং সরকার একটি বিল এনে জানান যে মূল ভুখন্ড চীনে কিছু মানুষকে ফিরিয়ে দেওয়া হতে পারে। এরপরই মানবাধিকার লঙ্ঘন এই মর্মে প্রতিবাদ সূচিত হয়। ১৫৯০ বছর ব্রিটিশ শাসনে থাকা হংকং আর কারো অধীনতা মানতে চায় না ।
এই প্রতিবাদের জন্য এখনো অবধি ৪৪ জন গ্রেপ্তার হয়েছে। তারা পুলিশ স্টেশনের সামনে প্রতিবাদ করছিল। কয়েকজন পুলিশের সঙ্গে হাতাহাতিও হয়। তিওয়ানসুস্যয় থানার সামনে বিক্ষোভকারীরা আতশবাজি ছোঁড়ে। ফলে ১০ জন আহত হয়।
বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর নির্দেশনায় হংকং এর প্রান্ত চীনা সেনায় ঘিরে ফেলেছে। ফলে বিক্ষোভ পরিবেশ মাত্রা ছাড়া হতে চলেছে…