বুধবার চপার দুর্ঘটনায় চিরকালের মতো দেশবাসীকে ছেড়ে চলে গিয়েছেন সস্ত্রীক বিপিন রাওয়াত। তিনি ভারতে তিন সেনা সর্বাধিনায়ক পদে আসীন ছিলেন। জেনারেলের মৃত্যুতে শোকস্তব্ধ দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় একে একে প্রতিভাবান ব্যক্তিত্বরা শোকবার্তা দিয়েছেন। এবারে এমন অবস্থায় ভারতের পাশে এসে দাঁড়াল মার্কিন যুক্তরাষ্ট্র।
জেনারেল বিপিন রাওয়াত-এর মৃত্যুর খবরে শোকবার্তা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রধানরা। মার্কিন যুক্তরাষ্ট্রের সচিব অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, ”আমরা মর্মাহত। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী ও সহকর্মীদের এমন আকস্মিক মৃত্যুতে আমরা শোকস্তব্ধ। আমরা জেনারেল রাওয়াতকে সবসময় মনে রাখব এক ব্যতিক্রমী নেতা হিসেবে। যিনি দেশের হয়ে কাজ করে গিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিরক্ষা সম্পর্ক অটুট রাখতে তাঁর ভূমিকা কোনওদিন ভুলে যাওয়ার নয়।”
অন্যদিকে প্রতিরক্ষা সচিব অস্টিন শোকবার্তা জানিয়ে বলেছেন, ”জেনারেল রাওয়াত মার্কিন-ভারত প্রতিরক্ষার ক্ষেত্রে একটি চিরস্মরণীয় চিহ্ন রেখে গেছেন। ভারতীয় সশস্ত্র বাহিনীকে একক অংশ হিসেবে একটি ওয়ারফাইটিং সংস্থায় রূপান্তরের কেন্দ্রে পরিণত করেছিলেন জেনারেল রাওয়াত।” উল্লেখ্য, চলতি বছরই বৈঠক করেছিলেন বিপিন রাওয়াত ও প্রতিরক্ষা সচিব অস্টিন।