চীন বর্তমানে পরিণত হয়েছে সাংবাদিকদের বন্দীশালায়, এমনটাই দাবি করা হয়েছে আন্তর্জাতিক অলাভজনক সংস্থার রিপোর্টে। এই রিপোর্ট প্রকাশ্যে আসতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক স্তরে। এই রিপোর্টের দাবি অনুযায়ী, চীনে বর্তমানে রাষ্ট্রীয় নিপীড়ন বেশ কয়েকগুণ বেড়েছে।ওই আন্তর্জাতিক রিপোর্টের ভিত্তিতে জানা গেছে যে, শতাধিক সাংবাদিক বর্তমানে চীনে আটক। এর কারণরূপে জানানো হয়েছে যে, বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে উস্কানিমূলক লেখনীর কারণে তাঁরা আটক। এই আটকদের মধ্যে রয়েছেন ১২৭ জন সাংবাদিক এবং ৭১ জন উইঘুর মুসলিম। এদিকে, উইঘুর মুসলিমদের বন্দী বানানোর কারণ হিসেবে রিপোর্টে অভিযোগ করা হয়েছে যে, উইঘুর মুসলিমরা দেশের নিরাপত্তার বিঘ্নিত করার চেষ্টা করছে।
প্রায় ১০ জনের মতো সাংবাদিক করোনা পর্বে বিরোধী ভূমিকা পালন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এই ১০ জনও রয়েছেন আটকদের তালিকায়। সমীক্ষার আয়োজনকারী সংস্থার দাবি, তাদের চালানো সংস্থায় বর্তমানে চীনে সাংবাদিকদের স্বাধীনতা কাঠগড়ায় দাঁড়িয়ে পড়েছে। কোনো সংবাদমাধ্যম যদি সেই দেশের সরকারের বিরুদ্ধে আওয়াজ সোচ্চার করেছে, তাকেই সরকারের বিরাগভাজন হতে হয়েছে তথা বন্দী হতে হয়েছে।