চপার দুর্ঘটনায় মারা যান সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। এদিকে, তাঁর মৃত্যুর পর থেকে থেকেই একাধিক রহস্যের গন্ধ পাওয়া গেছে। এদিকে, প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি এই নীলগিরি চপার দুর্ঘটনায় বিদেশী শক্তিরও হাত থাকতে পারে। সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যু প্রসঙ্গে এবার উঠে আসছে তাইওয়ান ও চীনের প্রসঙ্গ।
নিজ কর্মজীবনে তাঁর নাম একাধিকবার যুক্ত হয়েছে চীন সম্পর্কিত মামলায়। ডোকলাম এলাকায় লালফৌজের বাড়াবাড়ি থামাতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল বিপিন রাওয়াতের। এছাড়াও, গালওয়ান সংঘর্ষের সময়েও লালফৌজের আগ্রাসনের বিরুদ্ধে ঢালের মতো দাঁড়িয়েছিলেন তিনি।
এদিকে, প্রায় একই ধরণের মেজাজ নিয়ে চৈনিক ক্ষমতার সামনে রুখে দাঁড়িয়েছিল তাইওয়ানের চিফ অফ জেনারেল স্টাফ শেন ইয়েমিং। এদিকে, বিগত বছরে তাঁর মৃত্যু হয় নীলগিরি ঘটনার ছকেই। ২০২০ সালে তিনি তাইপেইর কাছে পাহাড়ি এলাকায় চপার দুর্ঘটনায় মারা যান। দুর্ঘটনার সময়ে ওই চপারে উপস্থিত ছিলেন আরও ৭ জন। এই দুই ঘটনার মধ্যে অধিকাংশ জায়গায় মিল পাওয়ায় বিশেষজ্ঞদের সন্দেহ জন্মায় লালফৌজের উপর।