‘অধিনায়ককে পিছনে থাকতে হয়, সামনে থাকতে পারে না’, বিরাট যুগের শেষে বললেন রোহিত

দলের অধিনায়ক হয়েছেন। সেজন্য তিনি দলের পিছনে দাঁড়িয়ে থাকবেন। সকলের দিকে বাড়িয়ে দেবেন হাত। একদিনের ক্রিকেটে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব নিয়েই নিজের মনোভাব স্পষ্ট করে দিলেন রোহিত শর্মা।

বৃহস্পতিবার সাংবাদিক বোরিয়া মজুমদারের নয়া অনুষ্ঠান ‘ব্যাকস্টেজ উইথ বোরিয়া’-তে রোহিত বলেন, ‘আমার মতে, অধিনায়ককে পিছনে দাঁড়াতে হয়। অধিনায়ক সামনে থাকতে পারেন না। পারফরম্যান্সের নিরিখে তাঁকে সামনে থাকতে হয়। কিন্তু বাকি সবকিছুর সময় তাঁকে পিছনে থাকতে হবে। নিশ্চিত করতে হবে যে বাকি খেলোয়াড়রা নিজেদের দায়িত্ব পালন করছেন, সেটা যেভাবেই হোক না কেন। এটা আমি বললাম কারণ, যাতে নিশ্চিত করা যায় যে অধিনায়ক পিছন থেকে সকলের দিকে হাত বাড়িয়ে দিতে পারেন। অধিনায়ককে পিছনে থাকতে হবে মানে আমি এটাই বলতে চেয়েছি।’

রোহিতের মতে, দলের একজন অধিনায়ক তো হবেনই। কিন্তু দল কেমন, সেটার উপরই নির্ভর করে অধিনায়কের ভাগ্য। দল ভালো হলে তবেই অধিনায়কের পরিসংখ্যান ভালো হবে। ‘ব্যাকস্টেজ উইথ বোরিয়া’ অনুষ্ঠানে রোহিত বলেন, ‘অধিনায়ক ভালো হন, যখন টিম ভালো খেলে। অধিনায়ককে দেখতে ভালো বা ভয়ঙ্কর লাগে, যখন দল ভালো খেলতে পারে না। আমার কাছে বিষয়টা হল যে কীরকম খেলোয়াড় আছে আপনার দলে, সাপোর্ট স্টাফরা খেলোয়াড়দের কী করতে দিচ্ছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। সবকিছু যখন ভালো যায়, তখন অধিনায়ককে অনেক কৃতিত্ব দেওয়া হয়। একইসঙ্গে যখন জিনিসপত্র ঠিকভাবে হয় না, তখন অধিনায়ককে দোষারোপ করা হয়। আমার মনে হয়, অধিনায়কত্বের বিষয়টি সেভাবে দেখা ঠিক নয়। অধিনায়কের ভূমিকা কী, সেটা দুনিয়াকে বুঝতে হবে। অধিনায়ক নিশ্চিত করেন, উপযুক্ত খেলোয়াড়রা খেলছেন, সঠিক কম্বিনেশন বেছে নেওয়া হয়েছে। তাছাড়া কিছু কৌশলগত বিষয় থাকে, যা অধিনায়ককে দেখভাল করতে হয়। সত্যি বলতে মুম্বইয়ে (মুম্বই ইন্ডিয়ান্স) আমি যা করেছি, তাতে আমার ভূমিকা খুব কম। আমার যে দল ছিল, সেটা দুর্দান্ত ছিল।’

বুধবার একদিনের ক্রিকেটে রোহিতকে ভারতের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই পরিস্থিতিতে রোহিত এটাও মনে করিয়ে দেন, ‘কয়েকটি সিদ্ধান্ত আমায় নিতে হয়। কাকে প্রথম ওভার দেব, কাকে শেষ ওভার দেব। প্রয়োজনে ব্যাটিং অর্ডার পালটানোর বিষয়টি নিশ্চিত করার মতো বিষয় থাকে। এই বিষয়গুলিতে অধিনায়ক গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন করেন। কিন্তু সার্বিকভাবে এটা খেলোয়াড়দের দল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.