ভাবের উদয় বলেছেন সুজন চক্রবর্তী ।
আসলে ভন্ডামীর উদয় । হঠাৎ মনে হয়েছে একটা ইমেজ বিল্ডিং দরকার, তাই । তাই ঘটা করে প্রেসকে খাওয়ানোর বার্তা – ভোট দিতে বাধা দিলে দল থেকে বহিষ্কার করা হবে, বলেছেন অভিষেক ব্যানার্জি ।
খবরটা বাইরে আসতে বাংলা প্রেসের সে কি আদিখ্যেতা । তাদের ভাবখানা – দেখ দেখ খোকা কি বলেছে । সংবাদ পাঠিকাদের এক নিশ্বাসে সে কি উত্তেজনা !!
কি বলেছেন অভিষেক ? ভোটে জোর খাটালে বহিষ্কার করা হবে বলেছেন ।
তা যে এলাকার এবং যে জেলার তিনি সাংসদ মাত্র দু বছর আগে সেখানে সৌকত, জাহাঙ্গীর, কাইজার, আরবুলদের দিয়ে কিভাবে ভোট করিয়েছিলেন সবাই ভুলে যাবে ? বাংলা সংবাদ মাধ্যম ভুলে যাবে, তার কারণ আছে । কিন্তু মানুষ কিভাবে ভুলবে সেই মর্মান্তিক অভিজ্ঞতা ! এই সদ্য ২০২১ এর নির্বাচনের পর সব থেকে মর্মান্তিক যেসব অত্যাচার এবং হত্যালীলা হয়েছে তার শীর্ষ স্থানে আছে দক্ষিণ ২৪ পরগণা । বুলডোজার দিয়ে গ্রাম ঘিরে রেখে একই গ্রামের ১৬ টি বাড়ি নিশ্চিহ্ন করা হয়েছে । সেই গ্রামের অপরাধ কি ছিল ? তারা বি জে পিকে জিতিয়েছিল । কার প্রশ্রয়ে ইশারায় হয়েছিল ? ক্ষমতা আছে বাংলা সংবাদ মাধ্যমের এই প্রশ্ন তোলার ?
অভিষেক জানতেন না এসব করবার ? তাঁর ইশারা ছাড়া সম্ভব ছিল এই তাণ্ডব ? আজ ভালো সাজছেন ? ফলতা, ডায়মন্ড হারবার গ্রামের পর গ্রাম কি করেছেন তার বাহিনী ভুলে যাব ? সেইসব কারবারের নেতৃত্বে যারা ছিলেন সেই কাইজার, জাহাঙ্গীরকে আজ রাজ্য সরকার পুলিশ এসকর্ট দেয়, আট থেকে দশ জন রাজ্য পুলিশের সর্বক্ষণের পাহারাদার দেয় কি কারণে ? তারা কেউ মন্ত্রী নন, এম এল এ নন, এম পি ও নন । অথচ প্রায় প্রকারান্তরে জেড ক্যাটেগরির পাহারা পান । কেন ? কার নির্দেশে ? বলতে হবে ?
আজ সেই অভিষেক ব্যানার্জি কলকাতা কর্পোরেশন নির্বাচনে বলছেন “বাধা দিলে বহিষ্কার” । ছাপ্পা দিলে বহিষ্কার নয় ? এটা ভন্ডামি নয় ? এই ডায়লগ নিয়েই চলছে বাংলা সংবাদ মাধ্যমের নির্লজ্জ আদিখ্যেতা !!
শুধু ডায়মন্ড হারবার কেন্দ্রের একটা ফলাফল বিশ্লেষণ করে দেখা গিয়েছিল ৪৭০ টার ওপর বুথে বিরোধীরা ১ কিম্বা শূন্য পেয়েছিল । এটা সেদিন আনন্দবাজারেই বেরিয়েছিল ।
কিভাবে ভোট করিয়েছিলেন অভিষেক এরপরও কি বলার প্রয়োজন আছে ?
আজ তাই তিনি যেটা বলছেন পুরোটাই একটা ইমেজ বিল্ডিং এক্সারসাইজ । ভরসা করার জায়গা নেই । লোককে বোকা বানানোর একটা নিরেট চেষ্টা । আর তাতেই তা দিয়ে যাচ্ছে বাংলা সংবাদ মাধ্যম ।
নিউজ ১৮ না হয় তৃণমূলের ইভেন্ট পার্টনার । বাকিরা ? এ বি পি আনন্দ, ২৪ ঘণ্টা ? তারা ?
আসলে তারাও লড়ছেন এক অন্য দৌড় । কে কত কাছে যেতে পারে, কে কত প্রসাদ পেতে পারে তার জন্য দৌড় । তারাও জানেন এটা আদতে ভাবের উদয় নয়, এটা আসলে ভন্ডামীর উদয় ।
পাবলিকই শুধু বোকা দর্শক নয় স্রেফ তাদের কাছে বোকা বনে যাওয়া খদ্দের । এবং
” খোকা কত মহান ” মেগা সিরিয়ালের নিরেট দর্শক ।
ভুল বললাম ?
সন্ময় বন্দ্যোপাধ্যায় (৯৮৩০৪২৬০৭৮)