‘‌নিশ্চিত জয়ের জন্য ১০টি ওয়ার্ড টার্গেট করতে হবে’‌, লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু

কলকাতা পুরসভা নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর। হাতে সময় বলতে ১২ দিন। কিন্তু এই নির্বাচন নিয়ে বিজেপির অন্দরের সমস্যা ক্রমশ বেআব্রু হয়ে পড়ছে। গতকালই দলের কো–অর্ডিনেটর তথা আইটি সেলের প্রধান অমিত মালব্য বঙ্গ–বিজেপির নেতাদের ধাতানি দিয়েছেন। তারপর তড়িঘড়ি প্রস্তুতি–পর্বের খোঁজ নিতে গিয়ে বঙ্গ–নেতারা দেখেন ছন্নছাড়া পরিস্থিতি। তখনই কলকাতার পুরসভার নির্বাচনকে নিয়ে দলকে টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী।

এই টার্গেট থেকে আরও স্পষ্ট হয়ে গেল, এই নির্বাচনে তাঁরা সত্যিই আগে থেকে হেরে বসে রয়েছেন। এখনও পর্যন্ত প্রচারে নামতে পারেনি বিজেপি। তবে রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‌আগামী ৮ ডিসেম্বর থেকে প্রচারে নামা হবে। সবাই প্রচারে নামবেন।’‌ কেমন টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু?‌ বিজেপি সূত্রে খবর, রাজ্যের বিরোধী দলনেতার পরামর্শ, কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে অন্তত ১০টিতে জয় নিশ্চিত করতেই হবে বিজেপিকে।ট্রেন্ডিং স্টোরিজ

ঠিক কী বলেছেন শুভেন্দু?‌ এখন এই টার্গেট থেকেই বোঝা যাচ্ছে কলকাতা পুরসভা নির্বাচনে তাঁরা প্রস্তুতই হতে পারেননি। সোমবার আইসিসিআর–এ কলকাতার বিজেপি প্রার্থী ও সংগঠকদের জন্য বৈঠক করেন শুভেন্দু অধিকারী৷ সেখানে তিনি বলেন, ‘‌২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় ৫০টা ওয়ার্ডে জিতেছিল। কিন্তু, এখন পরিস্থিতিতে আমাদের নিশ্চিত জয়ের জন্য ১০টি ওয়ার্ড টার্গেট করতে হবে। এই ১০টি ওয়ার্ডে আমি নিজে নেতা হিসেবে নয়, সাধারণ কর্মীর মতো কাজ করব৷’‌

উল্লেখ্য, ভিভিপ্যাট চালু করার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পুরসভা নির্বাচনে কোনও সমস্যা হলে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেন। তাই এদিন নিজের হোয়াটসঅ্যাপ নম্বরও দেন সকলকে। আগামী ৮ ডিসেম্বর পুরসভা নির্বাচনের জন্য দলীয় ইস্তেহার প্রকাশ করবে বিজেপি৷ ‘‌মিশন কলকাতা’‌ নামে বিজেপির সেই ইস্তেহার নিয়েও প্রচারের পরামর্শ দেন বিরোধী দলনেতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.