নাগাল্যান্ডে সন্ত্রাসবাদী ভেবে নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। ঘটনায় ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। এরপর থেকেই উত্তাল গোটা দেশ। ঘটনার আঁচ গিয়ে পড়েছে সংসদেও। এবার এই নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে ‘তলব’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সংসদে এ নিয়ে বিবৃতি দিতে পারেন। ইতিমধ্যেই সংসদে পৌঁছে গিয়েছেন অজিত ডোভাল। সূত্রের খবর, তিনি প্রধানমন্ত্রীর দফতরে রয়েছেন।
নাগাল্যান্ডের ঘটনার তদন্তে ইতিমধ্যেই পাঁচ সদস্যের একটি তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের বিশেষ দলে থাকছেন আইজিপি লিমাসুনেপ জামির, ডিআইজি (সিআইডি) রূপা এম, এসপি (অপরাধ দমন শাখা) মনোজ কুমার, এসপি কিলাং ওয়ালিং, ১৫ নম্বর সশস্ত্র ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডান্ট রেলো আয়ে। প্রয়োজন হলে আরও সদস্য নিতে পারবে সিট। তদন্ত শেষ হবে এক মাসের মধ্যে।
নিহতের পরিবারকে এক কালীন ৬ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও। জানিয়েছেন, আহতদের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার। সোমবার ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখতে যাচ্ছেন পুলিশের ডিজি। আহতদের পরিস্থিতি খারাপ হলে তাঁদের যাতে দ্রুত অন্যত্র চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া যায়, সে কারণে দু’ টি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে।