উত্তর প্রদেশের সাহারানপুরের এক মুসলিম যুবক অমিত শাহের এক জনসভায় ‘জয় শ্রীরাম’ ও ‘ভারত মাতা কি জয়’ বলে জয় স্লোগান দেয়। মুসলিম যুবকের আচরণ দেখে চটে গিয়েছেন দেববন্দের উলেমা। ওই যুবককে মৌলবিদের সঙ্গে দেখা করে তওবা করা উচিত, বলে জানিয়েছেন দেববন্দের উলেমা মুফতি আসাদ কাসমি। এদিকে ওই মুসলিম যুবক পাল্টা জানিয়েছেন, ‘যে তার পূর্বপুরুষ হলেন ভগবান শ্রী রাম এবং ভারতে থেকে তার ভারতমাতার জয়ধ্বনি করতে কোনরকমের অসুবিধা নেই।ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল উঠেছে। মুসলিম যুবকের স্লোগানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। মুসলিম যুবকের ভিডিও প্রসঙ্গে উলেমা মুফতি আজাদ জানিয়েছেন, ‘এমন স্লোগান দেওয়ার কোন রকমের অনুমতি নেই ইসলাম ধর্মে। ওই যুবকের উচিত মৌলবিদের কাছে গিয়ে তওবা করা। কারণ, ইসলাম ধর্মে এমন স্লোগান দেওয়া হারাম।’ সূত্রের খবর, ওই যুবককে ইসলাম থেকে বহিস্কৃত করারও হুমকি দেওয়া হয়েছে।এই হুমকি শুনে মুসলিম যুবক জানিয়েছেন, ‘এটা ওনার কাজ, উনি করেছেন। আমি আমার কাজ করেছি। আমার আল্লাহ জানে। আমি এখন এগুলো নিয়ে ভাবি না। আমরা যে দেশে থাকি, সেই দেশের জয়জয়কার করা উচিত বলেই মনে করি।’
2021-12-07