মেখলিগঞ্জ থেকে মুর্শিদাবাদ, এসএসসিতে দুর্নীতির অভিযোগ উঠেছে বার বার। তবে এবার সেই দুর্নীতি মামলায় একেবারে হাইকোর্টের নির্দেশ। মুর্শিদাবাদের এক স্কুল শিক্ষকের চাকরি বাতিল করে দিল স্কুল সার্ভিস কমিশন। এদিকে এই নির্দেশ ও পদক্ষেপকে ঘিরে অনেকেই নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। সূত্রের খবর, এসএসসিও আদালতে কার্যত স্বীকার করে নেয়, ওই নিয়োগে কিছু সমস্যা ছিল। এদিকে আদালত প্রশ্ন তুলেছিল, নিয়োগে ত্রুটি থাকলে কেন বেতন দেওয়া হচ্ছে? তখন এসএসসি জানিয়েছিল বিচারাধীন বিষয় বলে পদক্ষেপ নেওয়া হয়নি। তারপরই অবিলম্বে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর তারই পরিণতিতে চাকরি বাতিলের পদক্ষেপ এসএসসির। মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এরকম আরও অনেক ঘটনা রয়েছে। সব ক্ষেত্রেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সূত্রের খবর প্রশান্ত দাস নামে এক ব্যক্তি মামলা করেছিলেন। নবম ও দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মামলা করেছিলেন তিনি। মেধাতালিকায় উপরের দিকে নাম থাকা সত্ত্বেও তাঁকে এড়িয়ে নীলমণি বর্মন নামে এক ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়। মেধাতালিকায় নীলমণি বর্মনের নাম নীচের দিকে ছিল বলে দাবি করা হয়েছিল। আইনজীবী ফিরদৌস শামিম মামলাটি লড়েছিলেন। এসএসসি চিঠি দিয়ে মামলাকারীর আইনজীবীকে ওই শিক্ষকের চাকরি বাতিলের বিষয়টি জানিয়ে দিয়েছে।