অল্পের জন্য যাঁরা ১০ উইকেট ক্লাবে ঢুকতে পারেননি, দেখুন টেস্টের এক ইনিংসে ৯ উইকেটে থামতে হয়েছে কাদের

1/17জর্জ লোমান: ১৮৯৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮ রানে ৯ উইকেট দখল করেন ব্রিটিশ পেসার।

জিম লেকার: ১৯৫৬ সালে ম্যাঞ্চেস্টারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ম্যাচের এক ইনিংসে ১০ উইকেট নেন লেকার, সেই টেস্টের অপর ইনিংসে ব্রিটিশ স্পিনার নিয়েছিলেন ৩৭ রানে ৯ উইকেট।
2/17জিম লেকার: ১৯৫৬ সালে ম্যাঞ্চেস্টারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ম্যাচের এক ইনিংসে ১০ উইকেট নেন লেকার, সেই টেস্টের অপর ইনিংসে ব্রিটিশ স্পিনার নিয়েছিলেন ৩৭ রানে ৯ উইকেট।
মুথাইয়া মুরলিধরন: ২০০২ সালে ক্যান্ডিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫১ রানে ৯ উইকেট দখল করেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুরলি।
3/17মুথাইয়া মুরলিধরন: ২০০২ সালে ক্যান্ডিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫১ রানে ৯ উইকেট দখল করেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুরলি।
রিচার্ড হ্যাডলি: ১৯৮৫ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ রানে ৯ উইকেট দখল করেন কিউয়ি অল-রাউন্ডার রিচার্ড হ্যাডলি।
4/17রিচার্ড হ্যাডলি: ১৯৮৫ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ রানে ৯ উইকেট দখল করেন কিউয়ি অল-রাউন্ডার রিচার্ড হ্যাডলি।
আব্দুল কাদির: ১৯৮৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৬ রানে ৯ উইকেট দখল করেন পাক স্পিনার কাদির।
5/17আব্দুল কাদির: ১৯৮৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৬ রানে ৯ উইকেট দখল করেন পাক স্পিনার কাদির।
ডেভন ম্যালকম: ১৯৯৪ সালে ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৭ রানে ৯ উইকেট নেনে ইংল্যান্ডের পেসার ডেভন।
6/17ডেভন ম্যালকম: ১৯৯৪ সালে ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৭ রানে ৯ উইকেট নেনে ইংল্যান্ডের পেসার ডেভন।
মুথাইয়া মুরলিধরন: ১৯৯৮ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৫ রানে ৯ উইকেট দখল করেন মুরলিধরন।
7/17মুথাইয়া মুরলিধরন: ১৯৯৮ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৫ রানে ৯ উইকেট দখল করেন মুরলিধরন।
জসুভাই প্যাটেল: ১৯৫৯ সালে কানপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৯ রানে ৯ উইকেট পকেটে পোরেন ভারতীয় স্পিনার জসুভাই প্যাটেল।
8/17জসুভাই প্যাটেল: ১৯৫৯ সালে কানপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৯ রানে ৯ উইকেট পকেটে পোরেন ভারতীয় স্পিনার জসুভাই প্যাটেল।
কপিল দেব: ১৯৮৩ সালে আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮৩ রানে ৯ উইকেট দখল করেন কিংবদন্তি কপিল দেব।
9/17কপিল দেব: ১৯৮৩ সালে আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮৩ রানে ৯ উইকেট দখল করেন কিংবদন্তি কপিল দেব।
সরফরাজ নওয়াজ: ১৯৭৯ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৬ রানে ৯ উইকেট দখল করেন পাক তারকা।
10/17সরফরাজ নওয়াজ: ১৯৭৯ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৬ রানে ৯ উইকেট দখল করেন পাক তারকা।
জ্যাক নরেইগা: ১৯৭১ সালে পোর্ট অফ স্পেনে ভারতের বিরুদ্ধে ৯৫ রানে ৯ উইকেট দখল করেন ক্যারিবিয়ান স্পিনার জ্যাক।
11/17জ্যাক নরেইগা: ১৯৭১ সালে পোর্ট অফ স্পেনে ভারতের বিরুদ্ধে ৯৫ রানে ৯ উইকেট দখল করেন ক্যারিবিয়ান স্পিনার জ্যাক।
সুভাষ গুপ্তে: ১৯৫৮ সালে কানপুরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০২ রানে ৯ উইকেট নেন ভারতীয় স্পিনার।
12/17সুভাষ গুপ্তে: ১৯৫৮ সালে কানপুরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০২ রানে ৯ উইকেট নেন ভারতীয় স্পিনার।
সিডনি বার্নস: ১৯১৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৩ রানে ৯ উইকেক নেন ব্রিটিশ পেসার সিডনি।
13/17সিডনি বার্নস: ১৯১৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৩ রানে ৯ উইকেক নেন ব্রিটিশ পেসার সিডনি।
হিউজ টাইফিল্ড: ১৯৫৭ সালে জোহানেসবার্গে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১৩ রানে ৯ উইকেট দখল করেন দক্ষিণ আফ্রিকার স্পিনার হিউজ।
14/17হিউজ টাইফিল্ড: ১৯৫৭ সালে জোহানেসবার্গে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১৩ রানে ৯ উইকেট দখল করেন দক্ষিণ আফ্রিকার স্পিনার হিউজ।
আর্থার মেইলি: ১৯২১ সালে মেলবোর্নে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২১ রানে ৯ উইকেট নেন অজি স্পিনার।
15/17আর্থার মেইলি: ১৯২১ সালে মেলবোর্নে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২১ রানে ৯ উইকেট নেন অজি স্পিনার।
রঙ্গনা হেরথ: ২০১৪ সালে কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে ১২৭ রানে ৯ উইকেট পকেটে পোরেন শ্রীলঙ্কান স্পিনার হেরথ।
16/17রঙ্গনা হেরথ: ২০১৪ সালে কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে ১২৭ রানে ৯ উইকেট পকেটে পোরেন শ্রীলঙ্কান স্পিনার হেরথ।
কেশব মহারাজ: ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২৯ রানে ৯ উইকেট দখল করেন প্রোটিয়া স্পিনার।
17/17কেশব মহারাজ: ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২৯ রানে ৯ উইকেট দখল করেন প্রোটিয়া স্পিনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.