শনিবার মুম্বই টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডকে মাত্র ৬২ রানে অল আউট করে দেয় ভারত। এই রানটা ভারতের দুই ইনিংসের সর্বোচ্চ দুই পার্টনারশিপের চেয়েও কম। তাও কিনা ভারতের দুই ইনিংসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ এবং নিউজিল্যান্ডের ৬২ রানে অল আউট হওয়ার ঘটনাটি ঘটেছে একই দিনে।
অর্থাৎ প্রথম ইনিংসে ময়াঙ্ক আগরওয়াল এবং অক্ষর প্যাটেল জুটি ৬৭ রানের পার্টনারশিপ গড়ে টেস্টের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনের শেষে ভারতের ওপেনিং জুটি ময়াঙ্ক এবং পূজারা অপরাজিত থাকেন ৬৯ রানে। আর দ্বিতীয় দিনেই ৬২ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। স্বাভাবিক ভাবেই একই দিনে কিউয়িদের ৬২ রানের চেয়ে বেশি রান হয়েছে ভারতের দুই ইনিংসে দু’টি সর্বোচ্চ রানের পার্টনারশিপে। আর সেই পার্টনারশিপ গড়ার ক্ষেত্রে দুই বারই বড় অবদান রয়েছে ময়াঙ্ক আগরওয়ালের। ময়াঙ্কই প্রথম প্লেয়ার যিনি একটি দলের দুই ইনিংসে সর্বোচ্চ পার্টনারশিপ গড়ার অন্যতম প্রধান কারিগর। আর দু’বারই প্রতিপক্ষের এক ইনিংসের রানের চেয়ে বেশি পার্টনারশিপ গড়েছেন ময়াঙ্ক এবং তাঁর সঙ্গী। তাও কিনা একই দিনে।ট্রেন্ডিং স্টোরিজ
মুম্বই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল ভারতের ১০ উইকেট তুলে নেন। ৩২৫ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নামলে নিউজিল্যান্ড মাত্র ৬২ রানে অল আউট হয়ে যায়। রবিচন্দ্রন অশ্বিন ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন মহম্মদ সিরাজ। অক্ষর প্যাটেল নেন ২ উইকেট। ১ উইকেট নেন জয়ন্ত যাদব। দ্বিতীয় ইনিংসে ভারত ২৬৩ রানের লিড নিয়ে ব্যাট করতে নামে। ওপেন করতে নেমে ময়াঙ্ক আগরওয়াল এবং চেতেশ্বর পূজারা ৬৯ রান করে ফেলেছেন। সেই সঙ্গে নয়া নজির গড়েছেন ময়াঙ্ক।