সোমবার সন্ধ্যায় নেত্রাবতী নদীর ওপর ব্রিজে গাড়ি থামিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন ক্যাফে কফি ডে-র মালিক ভি জি সিদ্ধার্থ। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে, নিখোঁজ হওয়ার আগেই ক্যাফে কফি ডে-র ম্যানেজমেন্ট ও কর্মীদের উদ্দেশে চিঠি লিখেছিলেন সিদ্ধার্থ। কী আছে সেই চিঠিতে?
সিদ্ধার্থ লিখেছেন, তিনি অসুখী। কারণ অনেক চেষ্টা সত্ত্বেও ‘যথাযথ লাভজনক বিজনেস মডেল’ তৈরি করতে পারেননি। একইসঙ্গে লিখেছেন, আয়কর দফতরের এক পদস্থ অফিসার তাঁকে ‘হেনস্থা করছেন’।
চিঠিতে লেখা আছে, আমি সবরকম চেষ্টা সত্ত্বেও ব্যবসার জন্য যথাযথ লাভজনক মডেল তৈরি করতে পারিনি। যাঁরা আমার ওপরে আস্থা রেখেছিলেন, তাঁরা আশাহত হয়েছেন জেনে আমি অত্যন্ত দুঃখিত। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি। কিন্তু আর পারছি না। আমি হাল ছেড়ে দিচ্ছি।
এক অংশীদারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি লিখেছেন, এক প্রাইভেট ইকুইটি পার্টনার আমাকে শেয়ার বাই ব্যাকের জন্য চাপ দিচ্ছেন। আমি আর চাপ সহ্য করতে পারছি না। ছ’মাস আগেই এক বন্ধুর থেকে বিপুল অঙ্কের টাকা ধার করেছি। অনেক পাওনাদার আমার ওপরে চাপ সৃষ্টি করছে। ইনকাম ট্যাক্সের প্রাক্তন ডিজি-ও আমার ওপরে চাপ সৃষ্টি করেছেন। আমাকে রীতিমতো হেনস্থা করা হচ্ছে।
সিদ্ধার্থকে যে ব্রিজের ওপরে শেষ দেখা গিয়েছিল, তার দৈর্ঘ্য এক কিলোমিটার। জায়গাটি বেঙ্গালুরু থেকে ৩৫০ কিলোমিটার দূরে। ডাইভাররা নদীতেও অনুসন্ধান চালাচ্ছেন।
সিদ্ধার্থ তাঁর ড্রাইভারকে বলেছিলেন, তাঁকে ব্রিজের মাঝামাঝি নামিয়ে তিনি যেন ব্রিজের শেষে গাড়ি নিয়ে অপেক্ষা করেন। দীর্ঘক্ষণ শিল্পপতি ফিরে আসছেন না দেখে ড্রাইভার তাঁর বাড়ির লোককে খবর দেন।
পুলিশ জানতে পেরেছে, গত মার্চ মাসে সিদ্ধার্থ তাঁর কনসালটেন্সি ফার্ম মাইন্ড ট্রি-র ২০ শতাংশ শেয়ার মুম্বইয়ের সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রোকে বেচে দিয়েছিলেন। তার দাম নিয়েছিলেন ৩৩০০ কোটি টাকা।