গণপিটুনির ঘটনা রুখতে কেন্দ্রে মোদী সরকারের মন্ত্রিগোষ্ঠীর নেতৃত্ব দেবেন অমিত শাহই।
যে হেতু বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। এবং গণপিটুনি দেশের আইনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত সমস্যা। তাই পদাধিকার বলে এ ব্যাপারে মন্ত্রিগোষ্ঠীর নেতৃত্ব দেবেন তিনিই।
অমিত শাহ ছাড়াও ওই মন্ত্রিগোষ্ঠীতে থাকবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী, আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং সামাজিক বিচার মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট।
সরকারি সূত্রেই বলা হচ্ছে, গণপিটুনি রুখতে যথাযথ পদক্ষেপের জন্য আলোচনা শুরু করতে চলেছে মন্ত্রিগোষ্ঠী।
আগে এই মন্ত্রিগোষ্ঠীর নেতৃত্বে ছিলেন প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ। সূত্রের খবর, তখনই স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি মন্ত্রিগোষ্ঠীর কাছে এক প্রস্থ সুপারিশ পেশ করেছিল। তাতে বলা হয়েছিল, গণপিটুনির ঘটনাকে ঠেকাতে আর পাঁচটি সামাজিক পদক্ষেপের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধি এবং ফৌজদারী দণ্ডবিধিতেও সংশোধন এনে কঠোর আইনি ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের মতও ছিল তাই।
তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জি কিষাণ রেড্ডি-র বক্তব্য, সব ধরনের গণপিটুনির ঘটনার চরিত্র এক নয়। তাই সব দিক বিবেচনা করে দেখছে মন্ত্রিগোষ্ঠী।