অসমে জঙ্গি দমনে নানা কৌশল প্রয়োগ করেছে অসম সরকার। এবার কার্যত তারই অঙ্গ হিসাবে তাৎপর্যপূর্ণ টুইট অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। টুইট করে তিনি লিখেছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত সরকারের উদ্যোগকে সঙ্গে নিয়েই ইচ্ছুক কেএলও নেতৃত্বের কাছে আবেদন, রাজনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত মূল স্রোতে ফিরে আসুন। অসম সরকার এই শুভ উদ্যোগে সবসময় পাশে থাকবে। টুইট করে লিখেছেন অসমের মুখ্যমন্ত্রী। আর এই টুইটকে ঘিরে ইতিমধ্যে শোরগোল পড়েছে বিভিন্ন মহলে।
এখানেই প্রশ্ন উঠছে তবে কি পশ্চিমবঙ্গ সরকারকে এড়িয়ে অসমের মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দেবেন কেএলও চিফ জীবন সিংহ? তবে সূত্রের খবর জীবনের মূল স্রোতে ফিরতে চেয়ে একাধিক কেএলও নেতা সম্প্রতি ইঙ্গিত দিচ্ছিলেন। আগামী জানুয়ারিতে কেন্দ্রের সঙ্গে একপ্রস্থ আলোচনায় বসতে পারেন কেএলও নেতৃত্ব। সেক্ষেত্রে তারা কেন্দ্রীয় সরকারের কাছে কী প্রস্তাব রাখেন সেদিকেও নজর রয়েছে বিভিন্ন মহলের। এদিকে দীর্ঘদিন ধরেই অন্তরালে রয়েছেন জীবন সিংহ। মাঝেমধ্যে ভিডিও বার্তায় তিনি নানা বার্তা দেন। সেই বার্তায় সরাসরি নিশানা করা হয় পশ্চিমবঙ্গের শাসকদলকে। পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের সঙ্গেও কেএলওর শীর্ষ নেতৃত্বের যোগাযোগ গড়ে উঠেছে বলে জল্পনা ছড়িয়েছে। সব মিলিয়ে আগামী লোকসভা ভোটের আগে কেএলও ইস্যু ফের অস্বস্তিতে ফেলতে পারে তৃণমূলকে। এমনটাও মনে করছেন অনেকে।