প্রায় এক বছর ধরে চলা কৃষি আন্দোলনের ফলে ভারতের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা

প্রায় এক বছর ধরে চলা কৃষি আন্দোলনের ফলে ভারতের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা।
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (Confederation of All India Traders বা C A I T) ও অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন (All India Transport Welfare Association বা A I T W A) এর সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে।

সূত্রের আরো খবর , একই দিনে প্রায় এক লক্ষ লরি বা ট্রাক যাতায়াত করে দিল্লীতে (Delhi)। এই আন্দোলনের ফলে তা ব্যাপক ভাবে ব্যাহত হয় , ফলে হয় ব্যাপক ক্ষতি , জিনিসপত্রের দামও বৃদ্ধি পায় ওই একই কারণে।

এন আই এ সূত্রে খবর , এই আন্দোলনের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত ছিল বা সেই অর্থে এখনো আছে বিভিন্ন পাক (Pakistani) গোয়েন্দা সংস্থা আই এস আই I
ISI মদত পুষ্ট খালিস্থানি (Khalistani) সংগঠন। এই সংগঠনগুলির মধ্যে প্রাথমিক ভাবে নাম পাওয়া গিয়েছে পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন (Poetic Justice Foundation বা P J F) , খালসা এইড (Khalsa Aid বা K A) ও শিখ ফর জাস্টিস (Sikhs For Justice বা S F J)।
এই সংগঠনগুলির সাথে বলিউডের বেশ কিছু সেলিব্রিটিরও সম্পর্ক আছে (যাদের মধ্যে অধিকাংশই মুসলিম ও বাকিরা বামপন্থী ) বলেও জানা গিয়েছে।

এই সংগঠনগুলির মধ্যে শিখ ফর জাস্টিস (Sikhs For Justice বা S F J) এই কৃষি আন্দোলনের পিছনে খরচ করেছে এক লক্ষ্য পঁচিশ হাজার মার্কিন ডলার ($ one lakh twenty five thousand USD)।

প্রসঙ্গত , এই আন্দোলনের ফলে মারা গিয়েছেন প্রায় ৬০০ মানুষ , আহত হয়েছেন প্রায় ১০০০ জন , যার মধ্যে ৪০০ জন পুলিশ। আন্দোলনের ফলে বিভিন্ন সময় ও বিভিন্ন ভাবে যৌন হেনস্থার শিকার হয়েছেন প্রায় ৩১ জন মহিলা যার মধ্যে তিনটি ধর্ষণের ঘটনাও আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.