গ্রুপ ডি-র পর SSC গ্রুপ সি দুর্নীতিতেও বেআইনিভাবে নিযুক্ত ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মামলার শুনানিতে এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে কীভাবে এই ৩৫০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে তা জানিয়ে SSC-র সভাপতিকে হলফনামা জমা দিতে বলেছেন বিচারপতি।
এদিন মামলার শুনানিতে আদালত জানিয়েছেন, যে ৩৫০ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে তাদের সুপারিশপত্র ও নিয়োগপত্র খতিয়ে দেখতে হবে। তাতে যদি প্রমাণিত হয় যে প্যানেলের মেয়াদ ফুরানোর পর তাদের নিয়োগ করা হয়েছে তাহলে অবিলম্বে প্রত্যেকের বেতন বন্ধ করতে হবে। ২০১৯ সালের ১৮ মে ফুরায় SSC গ্রুপ সির প্যানেলের মেয়াদ।ট্রেন্ডিং স্টোরিজ
আদালতের আরও নির্দেশ, বেআইনিভাবে নিযুক্ত প্রত্যেককে এই মামলায় পক্ষ করতে হবে। কী ভাবে কোন সুপারিশের ভিত্তিতে এদের নিয়োগ করা হয়েছিল তা ১৩ ডিসেম্বরের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে SSC-র সভাপতিকে। আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
আইনজ্ঞদের মতে, SSC গ্রুপ ডির মতো গ্রুপ সির নিয়োগ দুর্নীতির তদন্তেও সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে আদালত। SSC গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির তদন্তে CBI তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। যার ওপর স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ।