এটিকে মোহনবাগানের কাছে লড়াইটা আজ প্রতিশোধের। লড়াইটা নিজেদের মান রক্ষারও। লড়াইটা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে গত বারের রানার্সদের। আর সেই লড়াইয়ে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। গত বার তিন ম্যাচের ফলটা ছিল মুম্বইয়ের পক্ষে ৩-০। এ বার সেই পরিসংখ্যানটাই বদলে দিতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড।
গত বছর মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আইএসএলে একটি ম্যাচও জিততে পারেনি এটিকে মোহনবাগান। টুর্নামেন্টের ফাইনালেও মুম্বইয়ের দলের কাছে হেরে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আন্তোনিও লোপেজ হাবাস বাহিনীর। এ বার তাই ৩ পয়েন্ট ছাড়া দ্বিতীয় ভাবনা নেই রয় কৃষ্ণদের পর পর দুই ম্য়াচ জিতে তেতে রয়েছে পুরো টিম। কেরল ব্লাস্টার্সকে ৪-২ হারানোর পর, ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারায় এটিকে মোহনবাগান।ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে মুম্বই সিটি এফসি তাদের প্রথম ম্যাচে এফসি গোয়াকে ৩-০ হারিয়ে চ্যাম্পিয়ন টিমের মতোই আইএসএল অভিযান শুরু করেছিল। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই তারা মুখ থুবড়ে পড়ে। হায়দরাবাদ এফসি-র কাছে ১-৩ হেরে যায় মুম্বই সিটি এফসি। তা বলে অবশ্য মুম্বইকে একেবারেই হাল্কা ভাবে নিচ্ছে না সবুজ-মেরুন ব্রিগেড।
হাবাস তো পরিষ্কার বলে দিয়েছেন, ‘প্রত্যেক ম্য়াচে জয় দরকার। প্লেয়ারদের জয়টাকে অভ্যেসে পরিণত করাটা খুবই প্রয়োজন। গোটা দলই আত্মবিশ্বাসী রয়েছে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা মুম্বইকে হাল্কা ভাবে নেওয়ার কোনও জায়গা নেই।’ এর সঙ্গেই হাবাস মুম্বই টিম নিয়ে বলেছেন, ‘মুম্বইয়ের কোচ সহ বেশ কিছু প্লেয়ার পরিবর্তন হয়েছে। আগের ম্যাচে ওরা হারলেও, মুম্বই দলে অনেক ভালো ফুটবলার রয়েছে। প্রতিটি ম্যাচ নতুন ম্যাচ। ফলে কোনও কিছুর বিনিময়ে ওদের হাল্কা ভাবে নিচ্ছি না। তবে আমাদের দল ভালো খেলার বিষয়ে আত্মবিশ্বাসী।’