Jio New Recharge Plans: একধাক্কায় ৪৮০ টাকা পর্যন্ত বাড়ল রিচার্জ প্ল্যানের খরচ! দেখে নিন নয়া দাম

Airtel এবং Vodafone-Idea (Vi) সম্প্রতি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। একই পথে হাঁটল Reliance Jio-ও। রবিবার Jio ঘোষণা করেছে যে তাদের কিছু প্রিপেড প্ল্যানের দাম বাড়ানো হচ্ছে। Jio তার কিছু জনপ্রিয় প্ল্যানের খরচ ৪৮০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।l

আগামী ১ ডিসেম্বর থেকে নতুন দাম প্রযোজ্য হবে। তাহলে দেখা যাক এখন কোন প্ল্যানে গ্রাহকদের আরও কত টাকা করে খরচ করতে হবে…ট্রেন্ডিং স্টোরিজ

আগের দামনতুন দামবেনেফিট
৭৫ টাকা৯১ টাকা২৮ দিন, মোট ৩ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ৫০টি SMS 
১২৯ টাকা১৫৫ টাকা২৮ দিন, মোট ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ৩০০টি SMS
১৪৯ টাকা১৭৯ টাকা২৪ দিন, দিনে ১ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS
১৯৯ টাকা২৩৯ টাকা২৮ দিন, দিনে ১.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS
২৪৯ টাকা২৯৯ টাকা২৮ দিন, দিনে ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS
৩৯৯ টাকা৪৭৯ টাকা৫৬ দিন, দিনে ১.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS
৪৪৪ টাকা৫৩৩ টাকা৫৬ দিন, দিনে ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS
৩২৯ টাকা৩৯৫ টাকা৮৪ দিন, মোট ৬ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০০টি SMS
৫৫৫ টাকা৬৬৬ টাকা৮৪ দিন, দিনে ১.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS
৫৯৯ টাকা৭১৯ টাকা৮৪ দিন, দিনে ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS
১২৯৯ টাকা১৫৫৯ টাকা৮৪ দিন, মোট ২৪ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ৩৬০০টি SMS
২৩৯৯ টাকা২৮৭৯ টাকা৮৪ দিন, দিনে ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS

ডেটা অ্যাড-অন প্ল্যান আরও ব্যয়বহুল হয়ে গেল :

অনলাইন ক্লাস বা ওয়েব সিরিজ ইত্যাদি দেখতে গেলে কোনও কোনওদিন বেশি ডেটা লাগে। ফলে এর জন্য এমনি রিচার্জের পাশাপাশি অ্যাড অন নেন অনেকে। এবার থেকে সেই অ্যাড অনের খরচও বাড়ছে। সেগুলিরও দাম ১ ডিসেম্বর থেকে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে Reliance Jio । 

– ৫১ টাকার প্ল্যান, এখন এটি ৬১ টাকার হয়ে গিয়েছে : ৬ জিবি ডেটা পাওয়া যাবে।

– ১০১ টাকার প্ল্যান, এখন ১২১ টাকা হয়ে গিয়েছে : এতে ১২ জিবি ডেটা পাওয়া যাবে।

– ২৫১ টাকার প্ল্যানটি এখন ৩০১ টাকা হয়ে গিয়েছে : এতে ৫০ জিবি ডেটা পাওয়া যাবে । ভ্যালিডিটি ৩০ দিন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.