ঘরের মাঠে তিন ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এবার ভারতের সমানে চ্যালেঞ্জ টেস্টের আঙিনায় কিউয়িদের টেক্কা দেওয়ার। কোহলি, রোহিত, লোকেশ রাহুলের মতো প্রথমসারির সিনিয়র তারকাদের ছাড়াই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের লড়াইয়ে নামে ভারতীয় দল। স্বাভাবিকভাবেই অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দলের পক্ষে কাজটা মোটেও সহজ ছিল না মোটেও। নিউজিল্যান্ডের চোয়াল চাপা লড়াইয়ে সিরিজের প্রথম টেস্ট শেষমেশ ড্র হয়।29 Nov 2021, 05:06:22 PM IST
ম্যাচের সেরা শ্রেয়স
প্রথম ইনিংসে ১০৫ ও দ্বিতীয় ইনিংসে ৬৫ রানের অনবদ্য দু’টি ইনিংস খেলার সুবাদে কানপুর টেস্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন অভিষেককারী শ্রেয়স আইয়ার।29 Nov 2021, 04:36:15 PM IST
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস:- ৩৪৫
নিউজিল্যান্ড প্রথম ইনিংস:- ২৯৬
ভারত দ্বিতীয় ইনিংস:- ২৩৪/৭ ডিক্লেয়ার
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস:- ১৬৫/৯29 Nov 2021, 04:33:47 PM IST
রুদ্ধশ্বাস ড্র কানপুর টেস্ট
জয়ের জন্য ২৮৪ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসের খেলা শেষ করে ৯৮ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তুলে। নিউজিল্যান্ডের শেষ জুটি ভাঙতে না পারায় জয় অধরা থাকে টিম ইন্ডিয়ার। শেষমেশ ড্র হয় কানপুর টেস্ট।29 Nov 2021, 04:27:48 PM IST
রূপকথার লড়াইয়ে ম্যাচ বাঁচালেন রবীন্দ্র
জয়ের দোরগোড়ায় এসে থেমে যেতে হল টিম ইন্ডিয়াকে। কানপুরে শেষ দিনে রোমাঞ্চকর লড়াই শেষে ম্যাচ বাঁচাতে সক্ষম হল নিউজিল্যান্ড। অভিষেককারী রাচিন রবীন্দ্র রূপকথার প্রতিরোধে ভারতকে জিততে দিলেন না। ৮৯.২ ওভারে নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়ে বসে। তার পর এগারো নম্বর ব্যাটসম্যান আজাজ প্যাটেলকে নিয়ে ৮.৪ ওভার লড়াই চালান রবীন্দ্র। তিনি ৯১টি বল খেলে ব্যক্তিগত ১৮ রানে অপরাজিত থাকেন। আজাজ ২৩টি বল খেলে ২ রান করে নট-আউট থাকেন। 29 Nov 2021, 04:10:50 PM IST
দম বন্ধ করা লড়াই
নূন্যতম ৪ ওভার বল করতে পারবে ভারত। দরকার ১টি উইকেট। এদিকে আলো কমে আসছে ক্রমশ। আম্পায়াররা লাইট মিটার ব্যাবহার করে বারবার দেখে নিচ্ছেন পর্যাপ্ত আলো আছে কিনা। যে কোনও মুহূর্তে শেষ হয়ে যেতে পারে ম্যাচ। ৯৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৬১/৯। ৮৫ বলে খেলে ১৪ রান করেছেন রাচিন রবীন্দ্র।29 Nov 2021, 03:58:25 PM IST
সাউদিকে ফেরালেন জাদেজা
৮৯.২ ওভারে টিম সাউদিকে এলবিডব্লিউ আউট করেন জাদেজা। ৮ বলে ৪ রান করে ক্রিজ ছাড়েন সাউদি। তিনি রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। নিউজিল্যান্ড ১৫৫ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান আজাজ প্যাটেল। জয়ের জন্য ভারতের দরকার ১টি উইকেট।29 Nov 2021, 03:46:43 PM IST
জেমিসনকে ফেরালেন জাদেজা
৮৫.৬ ওভারে কাইল জেমিসনকে LBW-র ফাঁদে জড়ালেন রবীন্দ্র জাদেজা। ৩০ বলে ৫ রান করে আউট হন জেমিসন। নিউজিল্যান্ড ১৪৭ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান টিম সাউদি। জয়ের জন্য ভারতের দরকার ২টি উইকেট। দ্বিতীয় ইনিংসে ৮৭ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড ৮ উইকেটের বিনিময়ে ১৫১ রান তুলেছে।29 Nov 2021, 03:44:57 PM IST
৮৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১৪৭/৭
৮৫ ওভার শেষে নিউজিল্যান্ড ৭ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুলেছে। রাচিন রবীন্দ্র ব্যক্তিগত ১০ রানে অপরাজিত রয়েছেন। ৫ রানে ব্যাট করছেন কাইল জেমিসন।29 Nov 2021, 03:23:59 PM IST
ব্লান্ডেল আউট
৭৮.২ ওভারে টম ব্লান্ডেলকে বোল্ড করেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৮ বলে ২ রান করে সাজঘরে ফেলেন ব্লান্ডেল। নিউজিল্যান্ড ১৩৮ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কাইল জেমিসন। জয়ের জন্য ভারতের দরকার তিনটি মাত্র 29 Nov 2021, 03:11:09 PM IST
৭৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১৩৫/৬
৭৫ ওভার শেষে নিউজিল্যান্ড ৬ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলেছে। টম ব্লান্ডেল ২ ও রাচিন রবীন্দ্র ব্যক্তিগত ৩ রানে ব্যাট করছেন। ম্যাচ বাঁচাতে আরও ২৯ ওভার ব্যাট করতে হবে নিউজিল্যান্ডকে।29 Nov 2021, 02:56:37 PM IST
উইলিয়ামসন আউট, ফেরালেন জাদেজা ১২৮/৬
উইলিয়ামসনকে আউট করলেন রবীন্দ্র জাদেজা। ১২৮ রানে নিউজিল্যান্ডের ৬ উইকেটের পতন হল। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে LBW করেন জাদেজা। ৩টি বাউন্ডারির সাহায্যে ১১২ বলে ২৪ রান করে ক্রিজ ছাড়েন কিউয়ি দলনায়ক। নিউজিল্যান্ড ১২৮ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান চারিন রবীন্দ্র।29 Nov 2021, 02:38:44 PM IST
নিকোলস আউট, চায়ের বিরতির পরে নিউজিল্যান্ড ১২৬/৫
অক্ষর প্যাটেলের শিকার হলেন হেনরি নিকোলস। ব্যাক্তিগত ১ রান করে সাজঘরে ফিরে যান তিনি। হেনরি নিকোলসকে LBW করেন অক্ষর। নিউজিল্যান্ড ১২৬ রানে নিজেদের পাঁচ উইকেট হারায়। 29 Nov 2021, 02:17:28 PM IST
টেলর আউট, চায়ের বিরতিতে নিউজিল্যান্ড ১২৫/৪
৬৩.১ ওভারে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন রস টেলর। তিনি ২৪ বলে ২ রান করে ক্রিজ ছাড়েন। নিউজিল্যান্ড চায়ের বিরতিতে ৪ উইকেটের বিনিময়ে ১২৫ রান তুলেছে। উইলিয়ামসন ব্যাট করছেন ব্যক্তিগত ২৪ রানে। জয়ের জন্য শেষ সেশনে নিউজিল্যান্ডের দরকার ১৫৯ রান। ভারতের প্রয়োজন ৬টি উইকেট।29 Nov 2021, 02:03:25 PM IST
৬০ ওভারে নিউজিল্যান্ড ১২৩/৩
৬০ ওভার শেষে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১২৩ রান তুলেছে। উইলিয়ামসন ৮৫ বলে ২৪ রান করেছেন। এখনও খাতা খোলেননি টেলর।29 Nov 2021, 01:36:28 PM IST
লাথামকে ফিরিয়ে নজির অশ্বিনের
৫৪.২ ওভারে টম লাথামকে বোল্ড করেন রবিচন্দ্রন অশ্বিন। সেই সঙ্গে তিনি হরভজনকে টপকে ভারতের তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারিতে পরিণত হন। টেস্টে অশ্বিনের উইকেট সংখ্যা দাঁড়ায় ৪১৮। লাথাম ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪৬ বলে ৫২ রান করে মাঠ ছাড়েন। নিউজিল্যান্ড ১১৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রস টেলর।29 Nov 2021, 01:25:15 PM IST
হাফ-সেঞ্চুরি লাথামের
প্রথম ইনিংসে অল্পের জন্য ব্যক্তিগত শতরান হাতছাড়া করেন টম লাথাম। তিনি আউট হয়েছিলেন ৯৫ রানের মাথায়। এবার দ্বিতীয় ইনিংসেও তিনি হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৩৮ বলে দ্বিতীয় ইনিংসে অর্ধশতরানের গণ্ডি টপকে যান লাথাম। ৫১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১১১/৩। লাথাম ৫২ ও উইলিয়ামসন ১৪ রানে ব্যাট করছেন।29 Nov 2021, 01:04:53 PM IST
৪৭ ওভারে নিউজিল্যান্ড ১০১/২
৪৭তম ওভারে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়। নিউজিল্যান্ডের স্কোর ১০১/২। টম লাথাম ৪৯ রানে ব্যাট করছেন। উইলিয়ামসন অপরাজিত রয়েছেন ৮ রানে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে, কিউয়িরা ম্যাচ বাঁচানোর জন্য লড়াই চালাচ্ছেন।29 Nov 2021, 12:36:35 PM IST
৪০ ওভারে নিউজিল্যান্ড ৮৭/২
গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু আদায় করে নিয়েছে টিম ইন্ডিয়া। মরিয়া হয়ে উইকেটে তোলার চেষ্টায় রয়েছে টিম ইন্ডিয়া। আপাতত ৪০ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৮৭ রান তুলেছে। ব্যক্তিগত ৪২ রানে অপরাজিত রয়েছেন টম লাথাম।29 Nov 2021, 12:14:29 PM IST
জুটি ভাঙলেন উমেশ
লাঞ্চের বিরতির পর প্রথম বলেই নিউজিল্যান্ডের জুটি ভাঙলেন উমেশ যাদব। তিনি আউট করেন উইল সামারভিলকে। ৫টি বাউন্ডারির সাহায্যে ১১০ বলে ৩৬ রান করে শুভমন গিলের হাতে ধরা পড়েন কিউয়ি তারকা। নিউজিল্যান্ড ৭৯ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেন উইলিয়ামসন।29 Nov 2021, 11:36:52 AM IST
লাঞ্চে নিউজিল্যান্ড ৭৯/১
শেষ দিনের লাঞ্চের বিরতিতে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৭৯ রান তুলেছে। দিনের প্রথম সেশনে কোনও উইকেট তুলতে পারেনি ভারত। উইল সামারভিলকে নিয়ে জমাট লড়াই টম লাথামের। লাথাম ৯৬ বলে ৩৫ রান করেছেন। সামারভিল ১০৯ বলে ৩৬ রান করে অপরাজিত রয়েছেন। জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার আরও ২০৫ রান। 29 Nov 2021, 11:12:04 AM IST
৩০ ওভারে নিউজিল্যান্ড ৬৩/১
জমাট প্রতিরোধ নিউজিল্যান্ডের। শেষ দিনের সকালে সামারভিলসে সঙ্গে নিয়ে লড়াই চালাচ্ছেন টম লাথাম। দ্বিতীয় ইনিংসে ৩০ ওবার ব্যাট করে কিউয়িরা ১ উইকেটের বিনিময়ে ৬৩ রান তুলেছে। ৮১ বলে ২৯ রান করেছেন লাথাম। ৯৪ বলে ২৮ রান করেছেন সামারভিল।29 Nov 2021, 10:42:10 AM IST
৫০ টপকাল নিউজিল্যান্ড
২০ ওভার ব্যাট করে দ্বিতীয় ইনিংসে দলগত ৫০ রান টপকে যায় নিউজিল্যান্ড। কিউয়িদের স্কোর ৫২/১। লাথাম ২১ ও সামারভিল ২৫ রানে ব্যাট করছেন।29 Nov 2021, 10:20:07 AM IST
১৬ ওভারে নিউজিল্যান্ড ৩৬/১
দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ৩৬ রান তুলেছে। টম লাথাম ৪৩ বলে ১৩ রান করেছেন। ৪৭ বলে ১৯ রান করেছেন উইল সামারভিল।29 Nov 2021, 09:56:34 AM IST
১০ ওভারে নিউজিল্যান্ড ১৮/১
দ্বিতীয় ইনিংসে ১০ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ১৮ রান তুলেছে। টম লাথাম ২৪ বলে ৮ রান করেছেন। ৩০ বলে ৬ রান করেছেন উইল সামারভিল।29 Nov 2021, 09:36:36 AM IST
পঞ্চম দিনের খেলা শুরু
ওপেনার টম লাথাম ও নাইটওয়াচম্যাচ উইল সামারভিল শেষ দিনে যথারীতি ব্যাট করতে নামেন। বোলিং শুরু করেন অশ্বিন। প্রথম বলেই ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান ইশান্ত শর্মা। তিনি মাঠ ছাড়েন। শেষ দিনেও ঋদ্ধির বদলে কিপিং করছেন কেএস ভরত। প্রথম ওভারে ১ রান ওঠে। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫ রান তুলেছে।29 Nov 2021, 09:04:21 AM IST
চতুর্থ দিনের স্কোর
ভারতের ৩৪৫ রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অল-আউট হয় ২৯৬ রানে। প্রথম ইনিংসের নিরিখে ৪৯ রানে এগিয়ে থাকে ভারত। ৭ উইকেটে ২৩৪ রান তুলে টিম ইন্ডিয়া তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। জয়ের জন্য ২৮৪ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। চতুর্থ দিনের শেষে কিউয়িরা ১ উইকেট হারিয়ে ৪ রান তুলেছে।29 Nov 2021, 08:50:19 AM IST
স্পিনারদের দিকে তাকিয়ে ভারত
কানপুরের শেষ দিনে ম্যাচ জিততে স্পিনারদের দিকেই তাকিয়ে ভারত। শেষ দিনে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ২৮০ রান। ভারতের প্রয়োজন ৯টি উইকেট। প্রথম ইনিংসে ভারতের তিন স্পিনার অক্ষর (৫), অশ্বিন (৩) ও জাদেজা (১) মিলিয়ে মোট ৯টি উইকেট দখল করেন। সুতরাং শেষ ইনিংসে সেই অক্ষররাই তুরুপের তাস হতে চলেছেন রাহানের। অশ্বিন ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট দখল করেছেন।29 Nov 2021, 08:50:19 AM IST
রেকর্ডের সামনে দাঁড়িয়ে অশ্বিন
কানপুর টেস্টের শেষ দিনে ব্যক্তিগত রেকর্ডের সামনে দাঁড়িয়ে রবিচন্দ্রন অশ্বিন। এর একটি মাত্র উইকেট নিলেই তিনি সবথেকে বেশি টেস্ট উইকেট নেওয়া বোলারদের তালিকায় হরভজন সিংকে টপকে যাবেন। এই মুহূর্তে অশ্বিন ও হরভজন উভয়েই টেস্টে ৪১৭টি করে উইকেট নিয়েছেন। ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট নেওয়ার নিরিখে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন অশ্বিন। আর একটি উইকেট নিলেও ভাজ্জিকে টপকে এককভাবে তালিকার তিন নম্বরে উঠে আসবেন রবিচন্দ্রন।