বাকি ট্রেন নীল-সাদা। শুধু মহিলাদের কোচে গোলাপি রং। আগামী দিনে নাকি এমনটাই করতে চায় উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেল। শুরুতে কয়েকটি ট্রেনে এই ব্যবস্থা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে।
উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলের দাবি, মহিলাদের বোঝার সুবিধার জন্যই এই নতুন গোলাপি ব্যবস্থা। খুব ভিড়ের সময়েও এক ঝলকে চিনে ফেলা যাবে কোনটা মহিলা বগি। ইতিমধ্যেই রঙ্গিয়া ডিভিশনের আটটি ট্রেনে এই রকম গোলাপি বগি করা হয়েছে।
১৯৮৯ সালের ভারতীয় রেল আইনের সেকশন ৫৮ অনুসারে মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত আসনকে আলাদা করে বোঝানোর কথা বলা রয়েছে। সব সাধারণ দূরপাল্লার ট্রেনেই আলাদা লেডিজ বগি থাকে। সেগুলিকে আলাদা করে চিহ্নিত করা থাকে। কিন্তু সেটা অনেক সময়েই বোঝা যায় না। সেই কারণেই এবার এমন উদ্যোগ নিল উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেল। আপাতত নিউ বঙ্গাইগাঁও থেকে গৌহাটি এবং রঙ্গিয়া থেকে মুরকোংসেলেক যাওয়ার সবক’টি ট্রেনে মহিলা বগি গোলাপি রঙে চিহ্নিত করা হয়েছে।
উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জ্যোতি শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভিড়ের সময়ে মহিলা যাত্রীদের সুবিধা করে দিতেই এই ব্যবস্থা। এটা মহিলাদের নিরাপত্তাও বাড়াবে। সকলের সঙ্গে এই বগির পরিচক করিয়ে দিতেও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মহিলা বগিতে আররপিএফ এবং টিকিট পরীক্ষক থাকছে।