হয় শংসাপত্র দিন, নইলে ফেরান টাকা, আদালতে আর্জি টেট উত্তীর্ণদের

২০১৪ সালের টেট উত্তীর্ণদের মধ্যে যাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত নন তাঁদের শংসাপত্র দেবে না প্রাথমিক শিক্ষা সংসদ। শুক্রবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানালেন সংসদের আইনজীবী। পালটা শংসাপত্র না দিলে ফর্ম ফিল আপের টাকা ফের চেয়ে সরব হয়েছেন মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

এদিন আদালতে মামলাটির শুনানিতে বিকাশবাবু এদিন তাঁর সওয়ালে বলেন, ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রায় ৩০ হাজার পরীক্ষার্থী শংসাপত্র পাননি। তার ফলে তাঁরা কত নম্বর পেয়ে পাশ করেছেন তা জানতে পারছেন না। এমনকী অন্য রাজ্যে চাকরির আবেদনও করতে পারছেন না তাঁরা। অবিলম্বে এই পরীক্ষার্থীদের শংসাপত্র দিক প্রাথমিক শিক্ষা সংসদ। নইলে তাদের ফর্ম ফিল আপের টাকা ফেরতের ব্যবস্থা হোক।ট্রেন্ডিং স্টোরিজ

এর পরই বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের কাছে এব্যাপারে সংসদের অবস্থান জানতে চান। তাতে সংসদের আইনজীবী স্পষ্ট করেন, প্রশিক্ষণ নেই এমন টেট উত্তীর্ণদের শংসাপত্র দেওয়ার কোনও ভাবনা নেই তাদের। তবে ফর্ম ফিল আপের টাকা ফেরত দেওয়া সম্ভব কি না তা নিয়ে কোনও সিদ্ধান্ত জানাতে পারেননি তিনি।

২০১৪ সালের টেট পরীক্ষার ফর্ম ফিল আপ করতে সাধারণ পরীক্ষার্থীদের ২৫০ টাকা করে ব্যয় করতে হয়েছিল। মামলাটির পরবর্তী শুনানি ৩ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.