Vodafone Idea Recharge Plans: আবারও দুঃসংবাদ দিল Vodafone Idea, বন্ধ করল ইন্টারনেটের এই দুর্দান্ত অফার

এমনিতে বৃহস্পতিবার থেকে দামী হয়েছে ভোডাফোন আইডিয়ার রিচার্জ প্ল্যান। তারইমধ্যে গ্রাহকদের আরও এক বড় দুঃসংবাদ শোনাল টেলিকম সংস্থা। এতদিন যে ‘ডবল ডেটা’-র সুযোগ মিলত, এবার থেকে তা মিলবে না।

চলতি বছরের গোড়া থেকে কয়েকটি প্রিপেড প্ল্যানের ক্ষেত্রে ‘ডবল ডেটা’-র সুযোগ চালু করেছিল ভোডাফোন আইডিয়া। তাতে রীতিমতো ফায়দা পেতেন গ্রাহকরা। বিশেষত যাঁরা বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করেন, অনলাইনে গেম খেলেন এবং ভিডিয়ো স্ট্রিমিং করেন, তাঁদের ক্ষেত্রে ব্যাপক সুবিধাজনক ছিল। সেইসব প্ল্যানে আনলিমিটেড ফ্রি ভয়েস কলিং, দৈনিক ১০০ টি এসএমএসের পাশাপাশি ‘ডবল ডেটা’ দেওয়া হত। অর্থাৎ কেউ যদি দৈনিক দু’জিবি ডেটার প্ল্যানের রিচার্জ করতেন, তাঁরা দৈনিক চার জিবি ডেটা পেতেন। কিন্তু এবার ২৯৯ টাকা, ৪৪৯ টাকা এবং ৬৬৯ টাকার প্ল্যানে সেই ‘ডবল ডেটা’-র বন্ধ করে দিয়েছে ভোডাফোন আইডিয়া।ট্রেন্ডিং স্টোরিজ

দেখে নিন নয়া প্ল্যানের জন্য কত খরচ হবে?

  • ৭৯ টাকার পরিবর্তে বেসিক প্যাক ৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।
  • দৈনিক ১.৫ জিবি ডেটার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হয়েছে ২৯৯ টাকা। যা আগে ২৪৯ টাকা ছিল। ভ্যালিডিটি আগের মতোই ২৮ দিনের থাকবে।
  • দৈনিক ১.৫ জিবি ডেটার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৪৭৯ টাকা। যা আগে ৩৯৯ টাকা আছে। ভ্যালিডিটি আগের মতোই ৫৬ দিনের থাকবে।
  • দৈনিক ১.৫ জিবি ডেটার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৭১৯ টাকা। যা আগে ৫৯৯ টাকা আছে। ভ্যালিডিটি আগের মতোই ৮৪ দিনের থাকবে।
  • দৈনিক ১ জিবি ডেটার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হয়েছে ২৬৯ টাকা। আগে ২১৯ টাকা খরচ পড়ে।
  • দৈনিক ২ জিবি ডেটার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৩৫৯ টাকা। যা আগে ২৯৯ টাকা ছিল। ভ্যালিডিটি আগের মতোই ২৮ দিনের থাকবে।
  •  
  • দৈনিক ২ জিবি ডেটার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৫৩৯ টাকা। যা আগে ৪৪৯ টাকা ছিল। ভ্যালিডিটি আগের মতোই ৫৬ দিনের থাকবে।
  • দৈনিক ২ জিবি ডেটার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৮৩৯ টাকা। যা আগে ৬৯৯ টাকা ছিল। ভ্যালিডিটি আগের মতোই ৮৪ দিনের থাকবে।
  • বার্ষিক রিচার্জ প্ল্যান বেড়ে হয়েছে ১,৭৯৯ টাকা। আগে তা ছিল ১,৪৯৯ টাকা। ২৪ জিবি ডেটা পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.