অবশেষে পুরনো ছন্দে ফিরতে চলেছে প্ল্যাটফর্ম টিকিট। করোনাভাইরাস পরিস্থিতির সময় প্ল্যাটফর্ম টিকিটের যে দাম বাড়ানো হয়েছিল, তা কমানোর পথে হাঁটল ভারতীয় রেল। অর্থাৎ প্রাক-করোনাভাইরাস সময়ের মতো ১০ টাকায় মিলবে প্ল্যাটফর্ম টিকিট।
গত বছর ভারতে করোনার দাপট শুরুর পর স্টেশনে ভিড় কমানোর জন্য প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে দিয়েছিল ভারতীয় রেল। একলপ্তে প্ল্যাটফর্ম টিকিটের দাম বিভিন্ন স্টেশনে বাড়ানো হয়েছিল। তবে বর্তমানে দেশে করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে থাকায় আবারও পুরনো দামেই প্ল্যাটফর্ম টিকিট বিক্রি করা পথে হেঁটেছে ভারতীয় রেল।ট্রেন্ডিং স্টোরিজ
এমনিতে চলতি মাসের গোড়ার দিকে ভারতীয় রেলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, পুরনো ফর্মে ফিরতে চলেছে রেল পরিষেবা। যাত্রী পরিষেবা স্বাভাবিক করতে এবং ধাপে ধাপে প্রাক-করোনাভাইরাস পর্যায়ে ফিরে যেতে সাতদিন রাতের ফাঁকা সময় ছ’ঘণ্টার জন্য ‘প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম’ বন্ধ রাখা হয়েছিল। তবে কবে থেকে পুরনো ফর্মে ফিরবে ট্রেনগুলি, তা নির্দিষ্টভাবে এখনও জানানো হয়নি। বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে রেলের এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘আঞ্চলিক রেলওয়েগুলিকে (জোনাল রেলওয়ে) জানিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকেই সেই নির্দেশ কার্যকর করতে বলা হলেও সেই প্রক্রিয়া চালু হতে এক থেকে দু’দিন লাগবে।’