ঘরের মাঠে তিন ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এবার ভারতের সমানে চ্যালেঞ্জ টেস্টের আঙিনায় কিউয়িদের টেক্কা দেওয়ার। কোহলি, রোহিত, লোকেশ রাহুলের মতো প্রথমসারির সিনিয়র তারকাদের ছাড়াই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের লড়াইয়ে নামে ভারতীয় দল। স্বাভাবিকভাবেই অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দলের পক্ষে কাজটা মোটেও সহজ হবে না নিশ্চিত। নিউজিল্যান্ড যদিও দলে পাচ্ছে না ট্রেন্ট বোল্ট ও ডেভন কনওয়ের মতো তারকাদের।25 Nov 2021, 04:43:20 PM IST
প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৫৮/৪
মন্দ আলোয় প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ করে দেন আম্পায়াররা। প্রথম দিনে ৮৪ ওভার ব্যাট করে ভারত ৪ উইকেটের বিনিময়ে ২৫৮ রান তুলেছে। শ্রেয়স ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩৬ বলে ৭৫ রান করে অপরাজিত রয়েছেন। ৬টি বাউন্ডারির সাহায্যে ১০০ বলে ৫০ রান করে নট-আউট রয়েছেন রবীন্দ্র জাদেজা।25 Nov 2021, 04:24:45 PM IST
হাফ-সেঞ্চুরি জাদেজার
শ্রেয়স আইয়ারের পর কানপুর টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন রবীন্দ্র জাদেজা। ৬টি বাউন্ডারির সাহায্যে ৯৯ বলে ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার। ৮৩ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ২৫২ রান। পঞ্চম উইকেটের দু’জনে মিলে ১০০ রানের পার্টনারশিপও পূর্ণ করেন।25 Nov 2021, 04:13:18 PM IST
৮০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২৪১/৪
৮০ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২৪১ রান। কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা শ্রেয়স আইয়ার ৬৯ রানে ব্যাট করছেন। রবীন্দ্র জাদেজা অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ৪০ রানে। নিউজিল্যান্ড তড়িঘড়ি দ্বিতীয় নতুন বল নেয়।25 Nov 2021, 03:54:07 PM IST
৭৫ ওভারে ভারত ২৩৩/৪
প্রথম ইনিংসে ৭৫ ওভার ব্যাট করে ভারত ৪ উইকেটের বিনিময়ে ২৩৩ রান তুলেছে। শ্রেয়স আইয়ার ১১১ বলে ৬৫ রান সংগ্রহ করেছে। ৭১ বলে ৩৬ রান করেছেন রবীন্দ্র জাদেজা। আইয়ার ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন। জাদেজা মেরেছেন ৪টি চার।25 Nov 2021, 03:15:29 PM IST
হাফ-সেঞ্চুরি শ্রেয়সের
অভিষেক টেস্টে দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ার। ৬টি বাউন্ডারির সাহায্যে ৯৪ বলে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান আইয়ার। ৬৮তম ওভারে ভারত দলগত ২০০ রান পূর্ণ করে। ভারতের স্কোর ২০২/৪। শ্রেয়স ৫০ ও জাদেজা ২০ রানে ব্যাট করছেন।25 Nov 2021, 02:53:35 PM IST
৬২ ওভারে ভারত ১৭৭/৪
৬২ ওভার শেষে ভারত ৪ উইকেটের বিনিময়ে ১৭৭ রান তুলেছে। শ্রেয়স আইয়ার ৩১ রানে ব্যাট করছেন। রবীন্দ্র জাদেজা অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ১৪ রানে।25 Nov 2021, 02:14:54 PM IST
চায়ের বিরতিতে ভারত ১৫৪/৪
চায়ের বিরতিতে ভারত ৪ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তুলেছে। শ্রেয়স আইয়ার ৫৫ বলে ব্যক্তিগত ১৭ রানে ব্যাট করছেন। রবীন্দ্র জাদেজা অপরাজিত রয়েছেন ১৩ বলে ৬ রান করে।25 Nov 2021, 02:05:36 PM IST
৫৩ ওভারে ভারত ১৫০/৪
৫৩তম ওভারে ভারত প্রথম ইনিংসে ১৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে। ৫৩ ওভার শেষে ভারতের স্কোর ১৫০/৪। শ্রেয়স আইয়ার ১৫ রানে ব্যাট করছেন। রবীন্দ্র জাদেজা অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ৪ রানে।25 Nov 2021, 01:48:38 PM IST
রাহানে আউট
৪৯.১ ওভারে কাইল জেমিসনের বলে রাহানেকে কট-বিহাইন্ড আউট দেন আম্পায়ার। তবে তিনি রিভিউ নিয়ে বেঁচে যান। বল তাঁর থাই প্যাডে লেগেছিল। তবে পরের বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। ৬টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন রাহানে। ভারত ১৪৫ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা। জেমিসন এই নিয়ে তিনটি উইকেট নিলেন। ৫০ ওভার শেষে ভারতের স্কোর ১৪৫/৪।25 Nov 2021, 01:31:22 PM IST
মাঠ ছাড়লেন সাউদি
এমনিতেই ট্রেন্ট বোল্ট না থাকায় নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের ধার কমেছে। তার উপর ৪৬তম ওভারের মাঝেই অস্বস্তিতে থাকা টিম সাউদি মাঠ ছাড়েন। ৪৫.৪ ওভারে সাউদি সাজঘরে ফেরায় সেই ওভার পূর্ণ করেন জেমিসন। সাউদি যদি চলতি ইনিংসে আর বল করতে না পারেন, তবে সেটা ভারতের পক্ষে নিশ্চিতভাবেই সুবিধার হয়ে দেখে দেবে। আপাতত ৪৬ ওভার শেষে টিম ইন্ডিয়া ৩ উইকেটের বিনিময়ে ১৩১ রান তুলেছে। রাহানে ২৮ ও শ্রেয়স ৭ রানে ব্যাট করছেন। 25 Nov 2021, 01:03:38 PM IST
৪০ ওভারে ভারত ১১৩/৩
৪০ ওভারের খেলা অতিক্রান্ত। ভারত ৩ উইকেট হারিয়ে ১১৩ রান তুলেছে। অজিঙ্কা রাহানে অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ১৭ রানে। এখনও খাতা খুলতে পারেননি অভিষেককারী শ্রেয়স আইয়ার।25 Nov 2021, 12:52:02 PM IST
পূজারাকে ফেরালেন সাউদি
৩৭.৪ ওভারে টিম সাউদির বলে উইকেটকিপার টম ব্লান্ডেলের দস্তানায় ধরা পড়েন চেতেশ্বর পূজারা। ২টি বাউন্ডারির সাহায্যে ৮৮ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন টিম ইন্ডিয়ান নির্ভরযোগ্য ব্যাটসম্যান। ভারত ১০৬ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিষেককারী শ্রেয়স আইয়ার25 Nov 2021, 12:48:09 PM IST
৩৭ ওভারে ভারত ১০৬/২
৩৭তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ১০৬/২। চেতেশ্বর পূজারা ২৬ ও অজিঙ্কা রাহানে ১০ রানে ব্যাট করছেন। দু’জনেই ২টি করে চার মেরেছেন।25 Nov 2021, 12:40:04 PM IST
৩৫ ওভার শেষে ভারতের স্কোর ৯৫/২
৩৫ ওভারের খেলা শেষ। ভারত ২ উইকেট হারিয়ে ৯৫ রান তুলেছে। অজিঙ্কা রাহানে অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ৫ রানে। ২১ রানে ব্যাট করছেন চেতেশ্বর পূজারা।25 Nov 2021, 12:17:46 PM IST
গিলকে ফেরালেন জেমিসন
লাঞ্চের পরে প্রথম ওভারেই ভারত হারিয়ে বসে শুভমন গিলের মূল্যবান উইকেট। ২৯.৬ ওভারে জেমিসনের বলে বোল্ড হন গিল। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৩ বলে ৫২ রান করেন তিনি। ভারত ৮২ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। সুতরাং, জেমিসন ফিরিয়ে দিলেন দুই ভারতীয় ওপেনারকে।25 Nov 2021, 11:34:09 AM IST
লাঞ্চে ভারত ৮২/১
প্রথম দিনের লাঞ্চের বিরতিতে ভারত মায়াঙ্ক আগরওয়ালের একমাত্র উইকেট হারিয়ে ৮২ রান তুলেছে। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৭ বলে ৫২ রান করে অপরাজিত রয়েছেন শুভমন গিল। ৬১ বলে ১৫ রান করে নট-আউট রয়েছেন চেতেশ্বর পূজারা। তিনি কোনও বাউন্ডারি মারেননি।25 Nov 2021, 11:23:50 AM IST
হাফ-সেঞ্চুরি গিলের
৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। চোটের জন্য ইংল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছিলেন গিল। কামব্যাকেই তিনি অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন। ২৭ ওভারে ভারত ১ উইকেটের বিনিময়ে ৮০ রান তুলেছে। পূজারা ব্যাট করছেন ১৫ রানে।25 Nov 2021, 11:21:03 AM IST
২৫ ওভার শেষে ভারতের স্কোর ৭৮/১
২৫ ওভারের খেলা শেষ। ভারত ১ উইকেট হারিয়ে ৭৮ রান তুলেছে। গিল ব্যক্তিগত ৪৮ রানে অপরাজিত রয়েছেন। ১৫ রানে ব্যাট করছেন চেতেশ্বর পূজারা। দ্বিতীয় উইকেটের জুটিতে ৫০ রান তুলে ফেলেন গিল ও পূজারা।25 Nov 2021, 11:04:26 AM IST
২০ ওভারে ভারত ৬৩/১
২০ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৬৩ রান তুলেছে। শুভমন গিল ৪০ রানে ব্যাট করছেন। চেতেশ্বর পূজারা অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ৮ রান করে।25 Nov 2021, 10:50:15 AM IST
৫০ টপকাল ভারত
১৭তম ওভারে আজাজ প্যাটেলকে একটি ছক্কা ও ১টি চার মেরে ভারতকে দলগত ৫০ রানের গণ্ডি পার করান শুভমন গিল। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৫৩/১। গিল ব্যক্তিগত ৩৩ রানে ব্যাট করছেন। পূজারা অপরাজিত রয়েছেন ৫ রান করে। 25 Nov 2021, 10:43:34 AM IST
১৫ ওভার শেষে ভারতের স্কোর ৩৬/১
১৫ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৩৬ রান তুলেছে। শুভমন গিল ১৬ রানে ব্যাট করছেন। চেতেশ্বর পূজারা অপরাজিত রয়েছেন ৫ রান করে।25 Nov 2021, 10:19:24 AM IST
১০ ওভারে ভারত ২৪/১
১০ ওভার শেষে ভারত মায়াঙ্ক আগরওয়ালের একমাত্র উইকেট হারিয়ে ২৪ রান তুলেছে। শুভমন গিল ব্যক্তিগত ৯ রানে ব্যাট করছেন। এখনও খাতা খোলেননা ভারতের ভাইস ক্যাপ্টেন চেতেশ্বর পূজারা।25 Nov 2021, 10:13:58 AM IST
মায়াঙ্ক আউট
৭.৫ ওভারে কাইল জেমিসনের বলে উইকেটকিপার টম ব্লান্ডেলের দস্তনায় ধরা পড়েন মায়াঙ্ক আগরওয়াল। ২টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ১৩ রান করে আউট হন মায়াঙ্ক। ভারত দলগত ২১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। ৮ ওভার শেষে ভারতের স্কোর ২১/১।25 Nov 2021, 09:57:29 AM IST
ভারত ৫ ওভারে ১৫/০
সতর্ক শুরু টিম ইন্ডিয়ার। ৫ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ১৫ রান তুলেছে। মায়াঙ্ক আগরওয়াল ৯ ও শুভমন গিল ৫ রান করে ব্যাট করছেন।25 Nov 2021, 09:35:00 AM IST
ম্যাচ শুরু
রোহিত ও লোকেশ রাহুল, দু’জনেই নেই। কানপুরে ভারতের ওয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামে নতুন ওপেনিং জুটি। মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে আসেন তরুণ শুভমন গিল। নিউজিল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন অভিজ্ঞ টিম সাউদি। প্রথম ওভারে ৩ রান ওঠে। দ্বিতীয় ওভারে বল করতে আসেন কাইল জেমিসন। তাঁর ওভারে কোনও রান ওঠেনি।25 Nov 2021, 09:14:04 AM IST
নিউজিল্যান্ডের প্রথম একাদশ
নিউজিল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয় রাচিন রবীন্দ্রর।
প্রথম একাদশ: টম লাথাম, উইল ইয়ং, কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, উইল সামারভিল, টিম সাউদি ও আজাজ প্যাটেল।25 Nov 2021, 09:11:48 AM IST
ভারতের প্রথম একাদশ
তিন স্পিনার ও দুই পেসারে দল সাজাল ভারত। উইকেটকিপিংয়ে ঋদ্ধি। অভিষেক হল শ্রেয়সের।
প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (ক্যাপ্টেন), শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।25 Nov 2021, 09:04:21 AM IST
টস জিতল ভারত
গ্রিন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে টস জিতলেন অজিঙ্কা রাহানে। টস জিতে ভারত অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। পরের দিকে স্পিনারদের সফল হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখেই শুরুতে ব্যাট করে নেওয়ার সিদ্ধান্ত ভারতের।25 Nov 2021, 08:59:48 AM IST
পিচ রিপোর্ট
দীপ দাশগুপ্ত ও সাইমন ডুল পিচ রিপোর্টে জানান যে, গ্রিন পার্কে নিশ্চিতভাবেই স্পিনাররা সাহায্য পাবেন। পিচে বেশ কিছু ফাটল রয়েছে। তাই দুই অধিনায়কই টস জিততে চাইবেন কানপুরে।25 Nov 2021, 08:56:42 AM IST
শ্রেয়সের হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন গাভাসকর
ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে ম্যাচের আগের দিনই নিশ্চিত করেছিলেন যে, কানপুরে টেস্ট অভিষেক হতে চলেছে শ্রেয়স আইয়ারের। সেই মতোই টসের আগে শ্রেয়সের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন কিংবদন্তি সুনীল গাভাসকর।25 Nov 2021, 08:51:29 AM IST
টেস্টের আঙিনায় ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের
টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের কাছে হেরেই কার্যত বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের। পরে ঘরের মাঠে টি-২০ সিরিজ জিতে সেই ক্ষতে কিছুটা হলেও মলম লাগাতে পেরেছে টিম ইন্ডিয়া। তবে তার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেই খেতাব হাতছাড়া করতে হয় টিম ইন্ডিয়াকে। এবার ঘরের মাঠে কিউয়িদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ২ ম্যাচের সিরিজে হারাতে পারলে বদলা নেওয়া যাবে নিশ্চিত। সেদিক থেকে টেস্টের আঙিনায় এটা কিউয়িদের বিরুদ্ধে ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াই হিসেবেই বিবেচিত হচ্ছে।