এবারের আইপিএল মরশুমের প্রথম পর্বে কাঁধে অস্ত্রোপ্রচারের জেরে খেলতে পারেননি দিল্লি ক্যাপিটালসের গত মরশুমের অধিনায়ক শ্রেয়স আইয়ার। দ্বিতীয়ার্ধে তিনি দলে ফিরলেও ঋষভ পন্তকেই অধিনায়ক হিসেবে বহাল রাখা হয়। এবার পাকাপাকিভাবে পন্তকেই অধিনায়ক রেখে শ্রেয়সকে দল থেকেই রিলিজ করতে চলেছে দিল্লি।
আইপিএলের মেগা নিলামের জন্য মাসখানেকর মতো সময় থাকলেও ৩০ নভেম্বরের মধ্যেই আগে থেকে আইপিএল খেলা আট ফ্রাঞ্চাইকে তাদের রিটেনশন লিস্ট জমা দিতে বলা হয়েছে। সর্বাধিক চার ক্রিকেটারকে ধরে রাখতে পারবেন যেন কোনো ফ্রাঞ্চাইজ। The Indian Express-র রিপোর্ট অনুয়ায়ী রাজধানীর ফ্রাঞ্চাইজি চার ক্রিকেটারকেই ধরে রাখার সিদ্ধান্ত নিলেও সেই তালিকায় নেই শ্রেয়স আইয়ারের নাম। তাঁর বদলে অধিনায়ক হিসেবে পন্তকে রেখে দেওয়ার পাশপাশি পৃথ্বী শ, অক্ষর প্যাটেল এবং আনরিখ নরকিয়াকে রিটেন করতে চলেছে দিল্লি।ট্রেন্ডিং স্টোরিজ
জল্পনা ছিলই, দিনকয়েক আগেই রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিয়োয় সরাসরি জানিয়ে দেন তিনি তো দিল্লি দলে থাকছেনই না, পাশপাশি সম্ভবত শ্রেয়স আইয়ারও দল ছাড়তে চলেছেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী শ্রেয়স দিল্লিতে নিজের হারানো অধিনায়কত্ব ফিরে পেতে চাইলেও ফ্রাঞ্চাইজ নেতা হিসেবে পন্তকেই চায় দিল্লির ম্যানেজমেন্ট। সেই কারণেই দিল্লি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ২০১৫ সাল থেকে ফ্রাঞ্চাইজিতে খেলা শ্রেয়স। এই রিপোর্ট কতটা সত্যি, সময়ই তা বলবে।