আগামী ৫ অগস্ট পাকিস্তান সফরের জন্য ভারতের দল বেছে নিতে বসবেন জাতীয় নির্বাচকরা৷ আগামী ১৪-১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া গ্রুপ-ওয়ানের গুরুত্বপূর্ণ টাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান৷
ভিসা পেতে সময় লাগবে বলেই টাইয়ের এক মাসেরও বেশি সময় হাতে থাকতে দল গড়ে নিতে চায় অল ইন্ডিয়া টেনিস অ্যাসোশিয়েশন বা সংক্ষেপে এআইটিএ৷
দীর্ঘ ৫৫ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে ভারতীয় টেনিস দল৷ পাক ভূ-খণ্ডে শেষবার ১৯৬৪ সালে লাহোরে ডেভিস কাপের লড়াই হয়েছিল দু’দলের মধ্যে৷ ভারত টাই জিতেছিল ৪-০ ব্যবধানে৷ এবার টাই খেলা হবে ইসলামাবাদের পাকিস্তান স্পোর্টস কমপ্লেক্সের ঘাসের কোর্টে৷ বিজয়ী দল ২০২০ সালের কোয়ালিফায়ার খেলবে৷
ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড বরাবরই ভালো৷ মোট ৬ বার ডেভিস কাপে পাকিস্তানের মোকাবিলা করে ৬ বারই জয় তুলে নিয়েছে ভারত৷ শেষবার ভারত-পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে ডেভিস কাপ টাই খেলেছিল ২০০৬ সালে৷ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সেবার পাকিস্তানকে ৩-২ ব্যবধানে হারায় ভারত৷
ডেভিস কাপ ব়্যাংকিংয়েও ভারত পাকিস্তানের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে৷ ভারতের ডেভিস কাপ ব়্যাংকিং এই মুহূর্তে ২০৷ পাকিস্তান সেখানে ৩৭ নম্বরে রয়েছে৷