রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। ঘটনার প্রেক্ষিতে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। জানা যায়, কাঁথি থেকে কলকাতা যাওয়ার পথে শুভেন্দুর গাড়িতে লাঠি, বাঁশ নিয়ে হামলা চালানো হয়। বিষয়টি পুলিশকে জানিয়ে অভিযোগ দায়ের করেছেন শুভএন্দুর আইনজীবী। শুভেন্দুর অভিযোগ, হামলার সময় তাঁর দিকে অশ্লীল ভঙ্গি দেখানো হয়। ঘটনাটি ঘটে মেদিনীপুরের মারিশদাতে।
সোমবার কলকাতার উদ্দেশে শুভেন্দু কাঁথি থেকে যাত্রা শুরু করলে আচমকা কিছু তৃণমূল সমর্থক তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতা নন্দ দুলাল মাইতি ও বিকাশ মাইতির অনুগামী বলে বিক্ষোভকারীদের চিহ্নিত করেছেন শুভেন্দু। অভিযোগ, সেখানে শুভেন্দুর গাড়ি ঘিরে প্রায় ৭০ জন বিক্ষোভ দেখাতে থাকেন। পরে বিজেপি নেতার প্রতি অশ্লীল ভাষা প্রয়োগ করতে শুরু করে। এরই মাঝে ভিড়ে থাকা কয়েকজন লাঠি দিয়ে গাড়িতে আঘাত করতে থাকে।
গেরুয়া শিবিরের অভিযোগ, মাইক্রোফোনে শুভেন্দুকে হত্যা করার হুমকি দেওয়া হয়। তবে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া বিজেপি নেতার গাড়ির তেমন কোনও ক্ষতি হয়নি। অবশ্য, শুভেন্দুর উপর হামলার ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার তৃণমূল কর্মী-সমর্থকদের রোষের মুখে পড়তে হয়েছে গেরুয়া শিবিরের এই শীর্ষ নেতাকে।
এদিকে শুভেন্দুর উপর হামলার ঘটনার সঙ্গে নিজেদের যোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে স্থানীয় ঘাসফুল নেতৃত্ব। তৃণমূলের দাবি, আগরতলায় সায়নীকে গ্রেফতারের প্রতিবাদে জেলার একাধিক স্থানে মিছিল বের করা হয়। মারিশদাতেও সেরকমই কোনও মিছিলের সামনে শুভেন্দু পড়ে গিয়েছিলেন বলে বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছে তৃণমূল। এদিকে অভিযোগের প্রেক্ষিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে মারিশদা থানার পুলিশ।