রায়গঞ্জ থেকে মানব পাচারের সঙ্গে লিপ্ত সন্দেহে গ্রেফতার হলো শিক্ষক মোজাহিদুল ইসলাম। ২১ জন কিশোর ও চার জন কিশোরীকে উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর শনিবার সন্ধ্যায় রাধিকাপুর রায়গঞ্জ এক্সপ্রেস স্টেশনা আসার পর এক ব্যক্তি বহুসংখ্যক কিশোর, কিশোরী ও একজন প্রাপ্তবয়স্ক লোককে স্টেশন চত্বরে অস্থির ভাবে ছুটোছুটি করতে দেখেন।
ওই লোকটির কাছ থেকে ইতিবৃত্য জমতে চাইলে তিনি জানান তারা সবাই এক বিয়ে বাড়িতে যাবেন। তিনি জানান এক আত্মীয় বাড়িতে বিয়ে উপলক্ষে যাচ্ছেন তারা। কিশোর কিশোরীদের সাথে কোনো প্রাপ্ত বয়স্ক লোক না দেখে ও গতিবিধি লক্ষ্য করে সন্দেহ দানা বাঁধতে থাকে। সহৃদয় ব্যক্তি ব্যাপারটি চাইল্ড লাইন এন জি ওর নজরে আনেন। ওই সংস্থার কর্মীরা রেল পুলিশের শরণাপন্ন হন। শুরু হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ।
কথাবার্তায় অসংলগ্নতা ধরা পরায় আধিকারিকদের সন্দেহ হয়। শেষমেশ কিশোর কিশোরীদের হোম পাঠানো হয় ও অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে রায়গঞ্জে।