মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে অনেক দেশ, বহু ইউরোপিয়ান দেশ খোলাখুলিই বলছে ইউরোপিয়ান সভ্যতা ও সংস্কৃতির সাথে খাপই খায়না মুসলিম সংস্কৃতি।
দুটি সম্পূর্ণ ভিন্ন সভ্যতা , তবু ও যে কোনো প্রকারে ইউরোপে ঢুকতে মরিয়া মুসলিম শরণার্থীরা।
তাই এবার নতুন স্ট্রাটেজি গ্রহণ করলো মুসলিম শরণার্থীরা। শিশুদের পোস্টার বয় করে , তাদের কষ্টকে ব্র্যান্ডিং করে সহানুভূতি আদায়ের চেষ্টার লক্ষ্যে এবার মুসলিম শরণার্থীরা সিগারেটে খেয়ে সেই ধোঁয়া দিয়ে দিচ্ছে শিশুদের চোখে।
ফলে খুব স্বাভাবিক ভাবেই ওই জ্বালা সহ্য করতে না পেরে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে শিশুদের।
এই ছবি গুলি মোবাইল ফোনে তুলে বিভিন্ন জায়গায় ভাইরাল করা হচ্ছে।
সেই ছবি দেখানো হচ্ছে বিভিন্ন মিডিয়াতে।
পোল্যান্ড (Poland), হাঙ্গেরি (Hungary), বুলগেরিয়া (Bulgaria) সহ বিভিন্ন দেশ এর জন্য দায়ী করেছে বেলারুশকে। এই দেশগুলির মত , মুসলিমদের এই নতুন স্ট্রাটেজিতে ধোঁয়া দিচ্ছে বেলারুশ (Belarus)। বিভিন্ন ভাবে বেলারুশ সরকার তোল্লা দিচ্ছে আফগান সহ বিভিন্ন মুসলিম শরণার্থীদের। তাদের পুরো মিডিয়া কভারেজের ব্যবস্থাও করে দিচ্ছে বেলারুশ সরকার।
কিন্তু কেন এই বদান্যতা ? কিসের স্বার্থ বেলারুশের মতো একটি খ্রীষ্টান রাষ্ট্রের ?
ইউরোপের বিভিন্ন দেশের সরাসরি অভিযোগ, বেলারুশ শরণার্থীদের আশ্রয় দিচ্ছে ও বিভিন্ন ইউরোপের দেশে তাদের থাকবার জন্য তাদের বলছে।
এই দেখিয়ে একই সাথে আরব দুনিয়ায় সুনাম অর্জন করছে বেলারুশ ও অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়ন (European Union) থেকে এই মর্মে প্রচুর অর্থ নেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা , যাতে সেই অর্থ কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধ করা যায়।