নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্য়াচ জিতে পাকাপাকিভাবে অধিনায়ক হিসেবে রোহিত জমানার শুরুটা বেশ ভালই করেছে টিম ইন্ডিয়া। রবি শাস্ত্রীর পরে দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়ও। বিশ্বকাপের হতাশা কাটিয়ে ভারতীয় ক্রিকেটে নব সূর্যোদয়ের আশায় সমর্থকরা।
পাকপাকিভাবে অধিনায়কের দায়িত্ব নিয়ে নিজের প্রথম সিরিজ জয়েই দলের লক্ষ্য নিয়ে কথা বলতে গিয়ে রোহিত সাজঘরে ভাল পরিবেশ তৈরি এবং তরুণদের সুযোগ দেওয়ার বিষয়েই কথা বললেন। সাংবাদিক সম্মেলনে ভারতের নবনির্বাচিত টি-টোয়েন্টি অধিনায়ক জানান, ‘আমরা বেশ কয়েকটি বিষয়ে ওপর কাজ করছি। দলের মধ্যে সাজঘরে ভাল পরিবেশ তৈরি, তরুণদের সঠিকভাবে সাহস জোগানো যার মধ্যে অন্যতম। এটা একটা তরুণ দল, তাই এগুলি অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের মধ্যে দলের প্রথম আলোচনা সভাতেই আমরা দলের ক্রিকেটারদের স্পষ্ট জানিয়ে দিই যে দলের হয়ে তারা নিজেদের সেরাটা দিলে, সেটা কোনোভাবেই নজর এড়িয়ে যাবে না।’ট্রেন্ডিং স্টোরিজ
রোহিত এই আদর্শ দলের মন্তব্যের পিছনে অনেকেই আবার কোহলির প্রতি হালকা কটাক্ষের গন্ধ পাচ্ছেন। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারার মতো দলের কিছু সিনিয়ার ক্রিকেটারের সঙ্গে কোহলির সঠিক বনাবনি হচ্ছিল না বলে কানাঘুষো শোনা যায়। রোহিত-বিরাটের সম্পর্কে চিড় ধরার বিষয়েও একাধিক রিপোর্ট বের হয়। তাই রোহিত নিজের মন্তব্যের মাধ্যমে সেইদিকেই ইঙ্গিত করছেন বলে অনেকে মনে করছেন।