বিশ্বকাপে মুখ থুবড়ে পড়ার পরেই প্রথম দ্বিপাক্ষিক সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ভারতীয় অধিনায়ক হিসেবে রোহিত জমানা শুরু হয়েছে। সিরিজ শেষে ভারতীয় দলের ইতিবাচক দিক এবং গোটা সিরিজ থেকে দলের প্রাপ্তির বিষয়ে কথা বলতে গিয়ে ভারতের ফিল্ডিং এবং বোলিংয়ের কথাই জানান রোহিত শর্মা।
সাংবাদিক সম্মেলনে রোহিত সর্বপ্রথম জানান, ‘গোটা সিরিজে অনেক ইতিবাচক দিকই ছিল, যার মধ্যে সবার আগে আসে ফিল্ডিং। তিনটি ম্যাচেই আমরা ভাল ফিল্ডিং করেছি। অধিনায়ক হিসেবে আমার প্রতিবার চিন্তা থাকে যে আমরা ফিল্ডিংয়ে কত রান বাঁচাতে সক্ষম হচ্ছি। গত দুই ম্যাচে আমরা প্রায় ১৫ রান করে বাঁচাই এবং আজও আমরা ভাল ফিল্ডিং করেছি, দু’টো রান আউট করেছি, যা আমার মতে সবচেয়ে ইতিবাচক দিক।’ট্রেন্ডিং স্টোরিজ
বিশ্বকাপে ভারতীয় বোলারদের উইকেট নেওয়ার অক্ষমতা নিয়েও কম প্রশ্ন ওঠেনি। পাকিস্তানের বিরুদ্ধে একটিও উইকেট নিতে পারেনি ভারতীয় বোলাররা এবং নিউজিল্যান্ড ম্যাচে হাতে এসেছিল মাত্র দুই উইকেট। তাই এই সিরিজে জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে ভারতীয় বোলিং লাইন আপের ওপর নজর ছিল সকলেরই। প্রথম দুই ম্যাচে পাওয়ার প্লেতে ভাল বল না করলেও ডেথ ওভারে দুর্দান্তভাবে ম্যাচে কামব্যাক করে কিউয়িদের অল্প রানে বেঁধে রাখতে সক্ষম হয় ভারত। তৃতীয় ম্যাচেও প্রতিপক্ষকে মাত্র ১১১ রানে ঢেড় করে দেন যুজবেন্দ্র চাহালরা।
এই প্রসঙ্গে রোহিত বলেন, ‘প্রথম দুই ম্যাচে ওরা পাওয়ার প্লেতে শুরুটা দারুণ করে। তবে আমরা ওদের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে যেভাবে ১৬০-র আশেপাশে রুখতে সক্ষম হয়েছি, তা প্রশংসনীয়। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। স্পিনারদের মধ্যে অক্ষর (প্যাটেল)-(রবিচন্দ্রন) অশ্বিন ভাল বল করে এবং আজ সুযোগ পেয়ে (যুজবেন্দ্র) চাহালও দারুণ বল করেছে। এটাই সত্যি বলতে গোটা সিরিজের সবচেয়ে ইতিবাচক দিক ছিল আমাদের তরফে।’