আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আইপিএল ২০২০ শুরুর ঠিক আগে। যদিও এবছরও ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আসরে ফেরেন চেন্নাই অধিনায়ক। শুধু ফেরেন বলা ভুল হবে, বরং ক্যাপ্টেন হিসেবে চেন্নাই সুপার কিংসকে ফের আইপিএল ট্রফি এনে দেন মাহি।
এবার ভারতীয় ক্রিকেটমহলে কোটি টাকার প্রশ্ন হল এটাই যে, পরের বছরেও কি আইপিএলে মাঠে নামবেন ধোনি? সেই প্রশ্নের উত্তর দিলেন মাহি নিজেই। ধোনি জানালেন, আইপিএল ২০২২-র আগে হাতে এখনও বেশ কিছুদিন সময় রয়েছে। তাই তাড়াহুড়ো করার কিছু নেই। তিনি পরে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেবেন ফের চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামবেন কিনা।ট্রেন্ডিং স্টোরিজ
এবছর ফের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় চেন্নাই সুপার কিংস আয়োজন করে এক বিশেষ অনুষ্ঠানের। দ্য চ্যাম্পিয়ন্স কল নামক চেন্নাইয়ের সেই অনুষ্ঠানেই ধোনি বলেন, ‘আমি এই বিষয়ে ভাবনা-চিন্তা করব। এখনও হাতে অনেক সময় রয়েছে। এখন সবে মাত্র নভেম্বর। আইপিএল ২০২২ খেলা হবে এপ্রিলে।’
যদিও ধোনি ইঙ্গিত দিয়ে রাখলেন যে, তিনি পরের মরশুমেও চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামতে পারেন। ব্রডকাস্টারদের তরফে একবার বলা হয়, ‘আপনি যে গৌরবোজ্জ্বল অধ্যায় রেখে যাচ্ছেন, তার জন্য গর্বিত হতে পারেন।’ ধোনির প্রতিক্রিয়া ছিল, ‘আমি এখনও রয়েছি, রেখে চলে যাইনি।’