রাঁচিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই সিরিজ নিজেদের নামে করেছে টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইডেনে মুখোমুখি হবে দুই দল। রবিবাসরীয় ইডেনেই বিরাট কোহলিকে টপকে অনবদ্য নজির গড়ার হাতছানি ভারতের নব নির্বাচিত ট-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মার সামনে।
বিশ্বরেকর্ড ২৬৪ রান হোক বা আইপিএলে একের পর এক অবিশ্বাস্য ইনিংস, ইডেন থেকে কখনোই খালি হাতে ফেরায়নি রোহিতকে। ২১ নভেম্বর সিরিজের শেষ ম্য়াচেও ফের একবার নিজের পয়মন্ত মাঠেই আরেক নজির গড়ার সুযোগ রোহিতের সামনে। বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত। সিরিজের দুই ম্যাচে যথাক্রমে ৪৮ ও ৫৫ রানের দুই সুন্দর ইনিংস খেলেছেন তিনি। ইডেনের মাঠে আবারও রোহিতের ব্যাট ঝলসে উঠলেই তিনি কোহলিকে পেরিয়ে ভারতের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি রানের মালিক হয়ে যাবেন।ট্রেন্ডিং স্টোরিজ
বর্তমানে রোহিতের ঝুলিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ৩১৪১ রান রয়েছে। ভারতের হয়ে কোহলির করা ৩২২৭ রানই টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক। ইডেনে আর ৮৭ রান করলেই কোহলিকে পিছনে ফেলে দেবেন রোহিত। এমনকী বিশ্বের সর্বাধিক টি-টোয়েন্টি রান করা ব্যাটার হওয়ার সুযোগও রয়েছে রোহিতের সামনে। এই সিরিজেই কোহলির অনুপস্থিতিতে কিউয়ি ওপনার মার্টিন গাপ্তিল এই রেকর্ডটি নিজের দখলে আনেন। বর্তমানে তাঁর মোট সংগ্রহ ৩২৪৮ রান। গাপ্তিল রান পেলে রোহিত তাঁকেও পার করতে পারেন, তবে তার জন্য প্রয়োজন শতাধিক রানের। প্রিয় ইডেনে রোহিত নজির গড়তে পারেন কি না, এখন সেটাই দেখার।