টানা পঞ্চমবারের জন্য ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসাবে বিবেচিত হল ইন্দোর। দিল্লির বিজ্ঞান ভবনে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের দ্বারা আয়োজিত ‘স্বচ্ছ অমৃত মহোৎসব’ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ মধ্যপ্রদেশের ইন্দোরকে এদিন ‘স্বচ্ছতা কা তাজ’-এর মুকুট পরালেন। তাছাড়া রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ সুরত (গুজরাত) এবং বিজয়ওয়াড়াকে (অন্ধ্রপ্রদেশ) যথাক্রমে দেশের দ্বিতীয় এবং তৃতীয় পরিচ্ছন্ন শহর হওয়ার জন্য ভূষিত করেন।
স্বচ্ছ সর্বেক্ষণ হল দেশের সব শহরগুলির পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশনের একটি বার্ষিক সমীক্ষা। এটি কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসাবে চালু করা হয়েছিল। এর লক্ষ্য ভারতকে পরিষ্কার করা এবং খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করা। স্বচ্ছ সার্বেক্ষণ ২০২১-এ মোট ৪ হাজার ৩২০টি শহরে সমীক্ষা চালানো হয়েছে। এই এই সমীক্ষার ষষ্ঠ সংস্করণ। এটি বিশ্বের বৃহত্তম নগর পরিচ্ছন্নতা সমীক্ষায় পরিণত হয়েছে।
সর্বশেষ সংস্করণে, ছত্তিশগড় দেশের সবচেয়ে পরিচ্ছন্ন রাজ্য হিসাবে তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছে। বিজয়ওয়াড়া আবর্জনা মুক্ত শহরগুলির স্টার রেটিং প্রোটোকলের অধীনে ‘ফাইভ স্টার’ শংসাপত্রও পেয়েছে। এই শহরে একটি স্মার্ট ফ্রেমওয়ার্ক আছে যা বর্জ্য ব্যবস্থাপনা প্যারামিটার জুড়ে শহরগুলির সামগ্রিকভাবে মূল্যায়ন করার জন্য কেন্দ্র ২০১৮ সালে চালু করেছিল। বারাণসী সব থেকে পরিষ্কার গঙ্গা তীরবর্তী শহরের বিভাগে প্রথম স্থান পেয়েছে এবং আহমেদাবাদ ক্যান্টনমেন্ট দেশের সবচেয়ে পরিচ্ছন্ন সেনানিবাস হিসাবে নির্বাচিত হয়েছে। মহারাষ্ট্রের ভিটা এক লক্ষের কম জনসংখ্যার শহগুলির মধ্যএ সবচেয়ে পরিচ্ছন্ন শহরের জন্য পুরস্কার পেয়েছে। এবং মহারাষ্ট্রেরই লোনাওয়ালা এই বিভাগে দ্বিতীয় স্থান দখল করেছে।