টি-২০ ক্রিকেটে প্রথম ভারতীয় ওপেনিং জুটি হিসেবে এক অনন্য নজির গড়লেন রোহিত শর্মা এবং কেএল রাহুল। পরপর পাঁচটি ম্যাচে ওপেনিং জুটিতে ভারতের এই দুই ব্যাটার অর্ধশতরানের পার্টনারশিপ গড়লেন। রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে প্রথম উইকেটে ৫০ রানের গন্ডি পার করার সাথে সাথেই তাঁরা পৌঁছে যান এই নজিরে।
এদিন প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড দল ২০ ওভারে ১৫৩ রান করতে সমর্থ হয়। মার্টিন গাপ্তিল ৩১ এবং ডারিল মিচেল ৩১ রান করেন। এদিন দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন গ্লেন ফিলিপস। ভারতের হয়ে হার্ষাল প্যাটেল ২টি উইকেট নেন। ফলে ভারতের ম্যাচ এবং সিরিজ জিততে গেলে প্রয়োজন ছিল ১৫৪ রানের।
ওপেনিং জুটিতেই ভারত কার্যত নিউজিল্যান্ড দলকে ম্যাচ থেকে ছিটকে দেয়। ১৩.২ ওভারে ওপেনিং জুটিতে ভারতীয় দল ১১৭ রান তুলে ফেলে। রাহুল এদিন ৬৫ রান করে আউট হওয়ার পরেই ওপেনিং জুটি ভেঙে যায়। সাউদির বলে ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাহুল। আসুন একনজরে দেখে নিন সেই পরিসংখ্যান :-
১) বনাম আফগানিস্তান ১৪০
২) বনাম স্কটল্যান্ড ৭০
৩) বনাম নামিবিয়া ৮৬
৪) বনাম নিউজিল্যান্ড ৫০
৫) বনাম নিউজিল্যান্ড ১১৭