ভুয়ো নথি দিয়ে সরকারি সংস্থা থেকে ঋণ নেওয়ার অভিযোগে কলকাতায় ইডির হাতে গ্রেফতার এক ব্যবসায়ী। ধৃত ব্যবসায়ীর নাম দেবব্রত হালদার। তাঁর কাছ থেতে নগদ, গাড়িসহ কোটি কোটি টাকার মূল্যবান সামগ্রী উদ্ধার করেছেন গোয়েন্দারা।
জাল ব্যাঙ্ক গ্যারান্টি দেখিয়ে শিল্পোন্নয়ন নিগম থেকে ১৭৩.৪ কোটি টাকা ঋণ নিয়েছিলেন দেবব্রতবাবু। পরে তা অন্য অ্যাকাউন্টে চালান করে দেন। ঋণও শোধ করেননি তিনি। এর পর ঘটনার তদন্ত শুরু করে CID. পরে তা ED-র হস্তান্তরিত হয়।ট্রেন্ডিং স্টোরিজ
ঘটনার তদন্তে নেমে শুক্রবার অন্তত ৬টি ঠিকানায় তল্লাশি চালান ইডির গোয়েন্দারা। গ্রেফতার করা হয় দেবব্রতবাবুকে। তাঁর কাছে উদ্ধার হয়েছে ৪.৬৩ কোটি নগদ ও ২টি গাড়ি।
গোয়েন্দাদের অনুমান, এই ঘটনার পিছনে বড় চক্র রয়েছে। নইলে নকল নথি দেখিয়ে সরকারি সংস্থা থেকে মোটা ঋণ পাওয়া প্রায় অসম্ভব। ঘটনার পিছনে আর কারা রয়েছে জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।