কাশ্মীরের কুলগামে জঙ্গি দমন অভিযানে নামতেই বেধে গেল গুলির লড়াই। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে কুলগামে ২টি পৃথক এনকাউন্টারে খতম হয়েছে ৪ জঙ্গি। এদের মধ্যে এক জঙ্গি কমান্ডারও রয়েছে।
অন্যদিকে, কাশ্মীর পুলিসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পোমবে ও গোপালপেরাতেও চলছে গুলির লড়াই। দক্ষিণ কাশ্মীরের ওই দুই জায়গায় বেশ কয়েকজন জঙ্গির সন্ধান্তে চলছে চিরুনি তল্লাশি।
বুধবার বিকেলের পর গোপালপোরায় জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের ডেরার কাছাকাছি আসতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা। সংবাদসংস্থাকে পুলিস জানিয়েছে, ওই গুলির লড়াইয়ে ২ জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
বুধবার বিকেলের পর গোপালপোরায় জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের ডেরার কাছাকাছি আসতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা। সংবাদসংস্থাকে পুলিস জানিয়েছে, ওই গুলির লড়াইয়ে ২ জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
অন্যদিকে, গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে পোমবে। জঙ্গিদের উপস্থিতি টের পেয়ে জঙ্গলঘেরা ওই এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এতেই শুরু হয়ে যায় বন্দুকযুদ্ধ। সেই লড়াইয়ে খুন হয় ২ জঙ্গি। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই লড়াইয়ে রেজিস্টান্স ফ্রন্টের কমান্ডার আফাক সিকান্দার নামে এক জঙ্গির মৃত্যু হয়েছে। এর আগে গত সপ্তাহে শ্রীনগরের হায়দরপোরায় গুলিতে নিহত হয় ২ জঙ্গি।