প্রয়াত হলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা জয়পাল রেড্ডি। রবিবার ভোরে হায়দ্রাবাদের এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। পরিবার সূত্রে খবর গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় নেতা ছিলেন জয়পাল রেড্ডি। চাভেলা ও মৃয়ালগুডা লোকসভা থেকে কয়েকবার নির্বাচিত হয়ে একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন জয়পাল। হাজার ১৯৮৪ সালে প্রথমবারের জন্য লোকসভার সদস্য হন তিনি। প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের মন্ত্রিসভার সদস্য হন। পরে ইউপিএ ১ ও ২ মনমোহন সিং সরকার এবং তথ্য সম্প্রচার ও নগরোন্নয়ন মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন তিনি।১৯৪২ সালের ১৬ জানুয়ারি তেলেঙ্গানার নালগোন্ডা জেলায় নেরমাত্তা গ্রামে জন্ম হয় জয়পাল রেড্ডির। ছোটবেলায় পোলিওতে আক্রান্ত হন তিনি। তাই ক্রাচের সাহায্য নিয়েই হাঁটাচলা করতে হত তাঁকে। তাঁর মৃত্যুতে কংগ্রেস রাজনীতিতে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল