ঢাকার মাঠে নিজেদের পতাকা লাগিয়ে পাকিস্তানের অনুশীলনের জেরে বাংলাদেশে ক্ষোভ ক্রমশ বাড়ছে। এবার বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান দাবি করলেন, পাকিস্তানের ক্রিকেট দলকে অবিলম্বে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত।
মঙ্গলবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের নীচে ‘বাতিঘর’ পরিদর্শনের সময় মুরাদ দাবি করেন, পাকিস্তানের খেলোয়াড়দের নিয়ে তাঁর কোনও বক্তব্য নেই। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের সময় পাকিস্তানের আচরণ মেনে নেওযা যায় না।অনুশীলনের সময় পাকিস্তানের চাঁদ-তারা পতাকা রাখার বিষয়টি কোনওভাবেই সমর্থন করছেন না তিনি। সেইসঙ্গে কড়া ভাষায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, পতাকা লাগিয়ে অনুশীলন করছে কেন? সিনেমা চলছে? ভণ্ডামি হচ্ছে? ‘আমার মতে, পাকিস্তানকে পতাকা-সহ নিজেদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত।’ট্রেন্ডিং স্টোরিজ
বিশ্বকাপের পরই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান। মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের অ্যাকাডেমির মাঠে পাকিস্তানের পতাকা লাগিয়ে অনুশীলন করেন মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিরা। তা নিয়েই বিতর্ক শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন বাংলাদেশের মানুষ। একইসুরে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের মানুষের চেতনা এবং হৃদয়ে রক্তক্ষরণ করা হয়। পাকিস্তানের সঙ্গেই যুদ্ধ করে মুক্তি সংগ্রামের মাধ্যমে পরাজিত করা হয়েছিল ৩০ লাখ শহিদের ‘রক্ত’ দিয়ে বাংলাদেশ গড়ে উঠেছে।